Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ট্যাংরা-কাণ্ডের পর এবার কসবা । হালতুতে একই পরিবারে তিন সদস্যের দেহ উদ্ধার হয়েছে ৷ মৃতদের মধ্যে রয়েছে বাবা মা ও আড়াই বছরের নাবালক ছেলে ৷
এই বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, “কসবা থানা এলাকায় একটি বাড়ি থেকে তিনজনের দেহ পাওয়া গিয়েছে । তাদের দেহগুলি ঝুলন্ত অবস্থায় সেখান থেকে উদ্ধার করা হয়েছে । তাদের হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় ।”
পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম সোমনাথ রায় (40), সুমিত্রা রায় (35) এবং তাঁদের আড়াই বছরের ছেলের দেহ উদ্ধার হয়েছে । বাবার সঙ্গে শিশুটির দেহ বাঁধা অবস্থায় মিলেছে ৷ ঘটনার তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা ।
স্থানীয় সূত্রে খবর, রায় পরিবারের প্রতিবেশীরাই মঙ্গলবার পুলিশ খবর দেয় ৷ সেই খবর পেয়ে পুলিশ এসে কসবার হালতু থেকে একই পরিবারের তিনজনকে ঝুলন্ত অবস্থায় ঘর থেকে উদ্ধার করে ৷ তাদের হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ।
আরও পড়ুন:- সুখবর ! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে স্টেট ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ চলছে! শীঘ্রই আবেদন করুন
লালবাজারের তরফে জানা গিয়েছে, ঘর থেকে দেহ উদ্ধারের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হোমিসাইডের উচ্চপদস্থ আধিকারিকরা । পাশাপাশি সেখানে যায় কসবা থানার পুলিশ । রায় পরিবার নিজেদের শেষ করে দিতে চেয়েছে তাই এই পদক্ষেপ, নাকি পিছনে অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ । ইতিমধ্যেই কসবা থানায় তিনটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে শুরু হয়েছে ।
স্থানীয়দের দাবি, ব্যবসার সঙ্গে যুক্ত ছিল রায় পরিবার ৷ তাদের কিছু ধার দেনা হয়ে গিয়েছিল ৷ সম্প্রতি ওই বাড়িতে নাকি পাওয়াদাররা টাকা চাইতে এসেছিল ৷ ধার দেনার কারণে এই ঘটনা, নাকি নেপথ্যে অন্য কিছু রয়েছে তদন্তে গোয়েন্দারা ৷
সম্প্রতি ট্যাংরায় একই পরিবারের তিনজনের দেহ উদ্ধার হয় । তার মধ্যে ছিল এক নাবালিকার দেহও। ঘটনায় শোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে ৷ প্রথমে একই পরিবারের তিনজনের জীবন শেষ করার বিষয়টি সামনে এলেও পরে জানা যায় এটি খুনের ঘটনা ৷ ওই ঘটনায় প্রসূন দে’কে সোমবার রাতে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ ।
ট্যাংরা-কাণ্ডের সেই হাড়হিম করা হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের শহরে একই পরিবারের বাবা-মা ও নাবালক ছেলের দেহ উদ্ধার হয়েছে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় ।
আরও পড়ুন:- একটাই বাড়িতে বাস করেন গোটা শহরের মানুষ, জানুন কেন এমন সিস্টেম
আরও পড়ুন:- যাদবপুরের পড়ুয়াদের ‘কুকুরের’ সঙ্গে তুলনা কল্যাণের, জানুন বিস্তারিত