Bangla News Dunia, দীনেশ :- অভিবাসী রুখতে আমেরিকার মতোই বদ্ধপরিকর এবার ব্রিটেনও (Britain)। সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পথেই হাঁটছে ব্রিটিশ যুক্তরাজ্য। কঠোর করা হচ্ছে অভিবাসী-নিয়ম, ব্রিটেনে স্থায়ী বসবাস তথা নাগরিকত্ব পাওয়ার নিয়মাবলিও। আশঙ্কা, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন ভারতীয়রা। ব্রিটেনে অভিবাসীদের মধ্যে সর্বাধিক সংখ্যা ভারতীয়দের।
ব্রিটেনের অফিস অফ ন্যাশনাল স্ট্যাটিসটিক্স ২০২৩-এর রিপোর্ট বলছে, বর্তমানে যুক্তরাজ্যে প্রায় ২ লক্ষ ৫০ হাজার ভারতীয় অভিবাসী রয়েছেন। তাঁদের বেশিরভাগই শিক্ষা এবং কোনও না কোনও কাজে যুক্ত।
আরও পড়ুন : ফ্রি রেশন সামগ্রী পাওয়া বন্ধ হচ্ছে ? জানুন নতুন সিদ্ধান্তে কী বলছে সরকার
প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার সোমবার পার্লামেন্টে বক্তৃতা দেওয়ার সময় যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতির কথা ঘোষণা করেন। তিনি যা বলেছেন, তাতে ব্রিটেনে স্থায়ী বসবাসের ছাড়পত্র পেতে অভিবাসীদের আগের চেয়ে দ্বিগুণ সময় অপেক্ষা করতে হবে। এই সময়সীমা ১০ বছর। স্টারমার প্রয়োজনে ব্রিটেনে অভিবাসন রুখতে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণেরও প্রতিশ্রুতি দিয়েছেন।
আরও পড়ুন : সন্ত্রাস ও POK নিয়েই একমাত্র আলোচনা’, পাকিস্তানকে স্পষ্ট বার্তা মোদির
সংবাদমাধ্যম বিবিসি-র খবর অনুযায়ী, ব্রিটেনে অনির্দিষ্টকাল থাকার অধিকার পাওয়ার জন্য আবেদন করার আগে ১০ বছর বসবাস করতে হবে। অনির্দিষ্টকালের জন্য থাকার অধিকারকে ব্রিটেনে প্রযুক্তিগতভাবে ইনডেফিনিট লিভ টু রিমেন (আইএলআর) বলা হয়। দক্ষ কর্মীদের ভিসা পাওয়ার নিয়মাবলিও কঠোর করা হয়েছে। অভিবাসী পেশাদারদের এখন আবেদনের জন্য এ-স্তরের সমতুল্যের পরিবর্তে ডিগ্রি স্তরের যোগ্যতার প্রয়োজন হবে। এ-স্তর বা লেভেল বলতে ঠিক কী বোঝায় তা ব্যাখ্যা করেননি প্রধানমন্ত্রী।
আরো পড়ুন : বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ? কী বলছে রাজ্য সরকার
স্টারমার বলেছেন, ‘কারা আসবেন, কারা থাকবেন এবং কর্মক্ষেত্র, শিক্ষাক্ষেত্র-সব ক্ষেত্রেই অভিবাসন আইন কড়া হবে। আমরা সবটাই নিজেদের নিয়ন্ত্রণে রাখব।’