ট্রেনের টিকিট, LPG, ATM, মাসের শুরুতে বদল গেল পাঁচটি নিয়ম ! জানলে আমজনতার সুবিধা হবে ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, Pallab : সাধারণত প্রত্যেক মাসের শুরুতেই বেশ কিছু নিয়মের পরিবর্তন হয় (Rule Change From May). তার ব্যতিক্রম হল না মে মাসেও। এই মাসের শুরু থেকেই আমজনতার জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত বেশ কিছু নিয়মের পরিবর্তন হবে। যেমন, ট্রেনের টিকিট, এটিএম ও রান্নার গ্যাস। এই নিয়ম বদলের প্রভাব সাধারণ মানুষের উপর কিভাবে পড়বে? আসুন এ বিষয়ে জেনে নেওয়া যাক বিস্তারিত।

আরও পড়ুন : এই ৩ অভ্যাস মানুষকে ধনী করে, আপনার একটাও আছে?

Rule Change From May 2025

১) রান্নার গ্যাসের দাম

মাসের শুরুতে রান্নার গ্যাসের দামে পরিবর্তন এল। এমনিতেই প্রত্যেক মাসের শুরুতেই রান্নার গ্যাসের দামের দিকে খেয়াল থাকে মধ্যবিত্তের। দাম বৃদ্ধি হলো নাকি কমলো খেয়াল রাখতে হয় সেদিকে। তবে মে মাসের শুরুতে অন্যান্য নিয়মের মতো রান্নার গ্যাসের দামে কি বদল হল? যা জানা যাচ্ছে এই মাসে রান্নাঘরে ব্যবহৃত গৃহস্থালির এলপিজি (LPG) গ্যাস সিলিন্ডারের দামে কোন পরিবর্তন আসেনি।

সম্প্রতি গ্যাস সিলিন্ডারের দাম 50 টাকা বাড়ানো হয়েছিল। আর এখন আর দাম দাঁড়িয়েছে 879 টাকায়। খুব স্বাভাবিকভাবে একটু স্বস্তি। তবে মে মাসের শুরুতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কম হয়েছে। আজ থেকে কলকাতায় 19 কেজি সিলিন্ডারের দাম প্রায় 17 টাকা কম হয়ে গ্যাস সিলিন্ডারের দাম হয়েছে 1851.50 টাকা। এদিকে রাজধানী দিল্লিতে সিলিন্ডারের দাম 1747.50 টাকা হয়েছে যা আগে ছিল 1762 টাকা।

২) ট্রেনের টিকিটের নিয়ম বদল

মে মাসের শুরুতে ট্রেনের টিকিটের দামেও বেশ কিছু পরিবর্তন এসেছে। এই মাসের আরম্ভ থেকে বেশ কিছু নিয়মেও বদল এল। ভারতীয় রেলের নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে ইন্ডিয়ান রেল ওয়েটিং টিকিট শুধুমাত্র সাধারণ কোচে দেওয়া হবে।পাশাপাশি, স্লিপার বা অন্যান্য শ্রেণির কোচে ওয়েটিং টিকিট নিয়ে যাতায়াত নিষিদ্ধ হচ্ছে। এর পাশাপাশি, ইন্ডিয়ান রেল অগ্রিম টিকিট বুকিং এর সময়সীমা কম হল। 120 দিন থেকে কমিয়ে মোট 60 দিন করা হয়েছে।

২) এটিএম থেকে টাকা তোলার নিয়ম

শুধু রান্নার গ্যাস নয়, মে মাসের শুরুতে এটিএম থেকে টাকা তোলার নিয়মেও বদল এল। নতুন নিয়ম বলছে, ব্যাঙ্কের এটিএম (ATM) থেকে টাকা তুলতে প্রতি লেনদেনে এবার থেকে 17 টাকা নয়, বরং আর একটু বেশি অর্থাৎ 19 টাকা চার্জ দিতে হবে। আর অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করার জন্য চার্জ বৃদ্ধি হল আরও 1 টাকা। এখন থেকে এই চার্জ 6 টাকা থেকে বাড়িয়ে 7 টাকা করা হয়েছে। নতুন এই নিয়মের কথা প্রথম সারির ব্যাংকগুলি যেমন HDFC, PNB এবং IndusInd Bank ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে।

৩) গ্রামীণ ব্যাংকের নিয়ম বদল

মে মাসের শুরু থেকে বদলে যাচ্ছে গ্রামীণ ব্যাঙ্কের সংযুক্তিকরণ (Bank Rule). জানা যাচ্ছে, মে মাসের ১ তারিখ থেকে রাজ্যে চালু হচ্ছে এগারোটি প্রকল্প। বিশেষ প্রকল্পের আওতায় সবমিলিয়ে মোট 48টি গ্রামীণ ব্যাঙ্ক মিলে 28টিতে পরিণত হচ্ছে বলে খবর। এর ফলে কি সুবিধা হবে? মূলত গ্রামীন এলাকাগুলি তে ব্যাঙ্কিং পরিষেবা আগের চাইতে অনেক বেশি উন্নত ও ডিজিটাল হবে।

৪) CNG ও PNG এর নিয়ম বদল

উল্লিখিত নিয়মগুলির পাশাপাশি CNG, PNG এর দামেও পরিবর্তন এসেছে। নতুন নিয়ম বলছে, মে মাসের শুরু থেকে বিমানের জ্বালানিতেও বদল আসছে। বড়সড় পরিবর্তন হচ্ছে এটিএফর দামে। শহরের পরিবহন ব্যবস্থায় ব্যবহৃত হওয়া CNG ও PNG-এর নামেও পরিবর্তন আসছে।

আরও পড়ুন : হার্ট অ্যাটাকের আগে ৭টি সংকেত দেয় আমাদের শরীর, বুঝতে পারলে জীবন বাঁচবে

আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন