Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বহু মানুষের ফ্রিজ গরমে বার্স্ট করে। এর একমাত্র কারণ কম্প্রেশার।
গরমে ফ্রিজ ছাড়া চলে না। ঠান্ডা জল, গরমে খাবার নষ্ট হওয়া থেকে বাঁচাতে ফ্রিজ অপরিহার্য হয়ে পড়ে।
তাই যদি সঠিকভাবে ফ্রিজের যত্ন না নেওয়া হয়, তাহলে এটি মারাত্মক হতে পারে। এমনকী কম্প্রেসার ফেটে মৃত্যু পর্যন্ত হতে পারে।
কম্প্রেসার কেন ফেটে যায়? রেফ্রিজারেটরের কম্প্রেসার হল ফ্রিজের হৃদপিণ্ড। এটিই ফ্রিজকে ঠান্ডা রাখে। তবে কিছু ভুল হলে, অতিরিক্ত গরম হয়ে ফেটে যায়। যার ফলে গোটা বাড়িতে আগুন লাগতে পারে।
আরও পড়ুন:- রোজ সকালে নিমপাতা চিবিয়ে খেলে কী হয়? জানলে অবাক হবেন
ফ্রিজে যদি গ্যাস লিক হয় এবং কম্প্রেসার গরম হয়ে যায়, তাহলে আগুন লেগে ফাটতে পারে।