Bangla News Dunia, বাপ্পাদিত্য:- একজনের ডকুমেন্ট ব্যবহার করে সিমকার্ড তুলে নিচ্ছে অন্য কেউ। যার ডকুমেন্ট ব্যবহার করা হচ্ছে, তিনি হয়তো জানতেই পারছেন না। এ রকম সমস্যার কথা প্রায়শই শোনা যায়। আপনার ডকুমেন্ট ব্যবহার করে কেউ যদি সিমকার্ড তুলে নেয়, তা কী ভাবে বুঝবেন? তা বন্ধ করার কী উপায় রয়েছে?
অজান্তে নিজের নামে সিমকার্ড তোলা হয়েছে কি না, তা জানতে টেলি যোগাযোগ বিভাগের সঞ্চার সাথী পোর্টালে গিয়ে আপনার নামে জারি করা সিম কার্ডটি পরীক্ষা করতে পারেন। এই পোর্টালে আপনি নিজের নামে রেজিস্টার্ড সব নম্বর সম্পর্কে তথ্য পাবেন। সেখানে ঢুকে যদি মনে করেন, আপনার নামে নেওয়া কোনও নম্বর আপনি নেননি, তা হলে ওখানে রিপোর্ট করতে পারেন।
আরও পড়ুন:- AC লাগবে না! মাত্র 500 টাকাতেই ঘর ঠান্ডা হবে। সিক্রেট জেনে নিন
প্রথমে সঞ্চার সাথীর ওয়েব পোর্টাল বা অ্যাপ খুলুন। এর পরে আপনার অজান্তে সিম তোলা হয়েছে কি না, তা জেনে নিন মোবাইল কানেকশন প্রেস বা ক্লিক করে। এ বার TAFCOP এর একটি নতুন পৃষ্ঠা সামনে দেখতে পাবেন। এখানে মোবাইল নম্বর এন্টার করার পর আপনাকে একটা ক্যাপচা যাচাই করতে হবে। তার পরে আপনার মোবাইল নম্বরে প্রাপ্ত ওটিপি এন্টার করে লগ ইন করুন। পদ্ধতিটি সম্পূর্ণ হলে আপনার নামে রেজিস্টার্ড সব সিম কার্ড সম্পর্কে তথ্য পেয়ে যাবেন।
যদি মনে করেন আপনার নামে রেজিস্টার্ড একটি নম্বর আছে, যা আপনি ব্যবহার করেন না, সেটি ব্লক করার অনুরোধ করতে পারেন। এতে টেলিকম কোম্পানি সেই নম্বরটি ব্লক করবে। নিজের তথ্যের অপব্যবহার রুখতে যে কোনও কাজের জন্য আপনার নথিগুলি ও বিশেষত আধার কার্ডটি মাস্ক করার পরেই তা শেয়ার করুন। এটি তাদের অপব্যবহারের সম্ভাবনা হ্রাস করে। এ ছাড়াও নথির অপব্যবহারের বিষয়ে সব সময়ে ১৯৩০ হেল্পলাইনেও অভিযোগ করা যেতে পারে।
আরও পড়ুন:- আপনার কি চোখের সমস্যা আছে? কি কি লক্ষণ থাকলে সতর্ক হবেন? জানুন