ডাউন মার্কেটেও বৃহস্পতিবার এই স্টকের দাম বাড়ল অনেকটা, কেন জানেন?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দেশের শেয়ার বাজারে ঝিমুনি ভাবে অব্যাহত রয়েছে বৃহস্পতিবারেও। এ দিন বাজার খুলতেই সেনসেক্স ও নিফটি৫০-র পয়েন্ট কমেছে। কিন্তু এই পরিস্থিতিতেও ভারতীয় রেলের অধীনস্ত একটি সংস্থার স্টকের দামে বিপুল বৃদ্ধি হয়েছে। রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের স্টকের ওপেনিং হয় শেষ ক্লোজ়িংয়ের থেকে হায়ার পয়েন্টে। বাজারের পরিস্থিতি শ্লথ থাকলেও এই স্টকের দাম কেন বাড়ল জানেন?

বুধবার বাজার বন্ধের সময় রেলটেল কর্পোরেশন লিমিটেডের প্রতি শেয়ারের দাম ছিল ৪১০.২০ টাকা। বৃহস্পতিবার রেলের এই স্টকের ওপেনিং হয় ৪১২.২৫ টাকায়। তার পর এই শেয়ারের দাম পৌঁছেছিল ৪১৭.৪০ টাকায়।

ডাউন বাজারেও রেলটেলের শেয়ারের বৃদ্ধির প্রধান নতুন কাজের বরাত। রেলের এই সংস্থা ছত্তিশগড়ের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট থেকে নতুন কাজের বরাত পেয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে সেই কাজের বিষয়ে জানিয়েছে রেলটেল। ইন্টিগ্রেটেড কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার তৈরির এই কাজের অঙ্ক ১৭ কোটি ৪৭ লক্ষ টাকা। নেটওয়ার্ক কানেকটিভিটি, অপারেশন ও রক্ষণাবেক্ষণ এবং হার্ডওয়্যার প্রোকিওরমেন্টের কাজ করতে রেলটেল। ২০৩১ সালের জানুয়ারি মাসের মধ্যে এই কাজ শেষ করতে হবে রেলটেলকে। এই বিষয়টি সামনে আসার জেরেই শেয়ার দরে বৃদ্ধি বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

রেলের অধীনস্ত নবরত্ন সংস্থা রেলটেল টেলিকম ইনফ্রাস্ট্রাকচার তৈরির কাজ করে গোটা দেশেই। এই সংস্থার অপটিক ফাইবার নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে ভারতের বিভিন্ন প্রান্তে। গত অর্থবর্ষের শেষ কোয়ার্টারে ফিনান্সিয়াল রিপোর্টও যথেষ্ট স্ট্রং ছিল রেলটেলের। ওই সময়কালে নেট প্রফিট বেড়েছে ৪৬.৩৩ শতাংশ।

( Bangla News Dunia কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:- সরকারি কর্মীদের জন্য সুখবর! বেতন বাড়তে চলেছে ৩০-৪০ শতাংশ।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন