ডাটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ, দ্রুত অনলাইনে আবেদন করুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

govt jobs

Bangla News Dunia, Pallab : রাজ্যে সম্প্রতি প্রকাশিত হয়েছে দুর্দান্ত একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী নূন্যতম গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় গ্রুপ সি বিভাগের সার্ভেয়ার, সিনিয়র সিস্টেম ম্যানেজার, ডাটা এন্ট্রি অপারেটর সহ আরও বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। যেখানে আবেদন করতে পারবে রাজ্যের উত্তর দিনাজপুর জেলার সমস্ত জায়গা থেকে সকল উপযুক্ত ও যোগ্য চাকরিপ্রার্থীরা।

আরও পড়ুন : হার্ট অ্যাটাকের আগে ৭টি সংকেত দেয় আমাদের শরীর, বুঝতে পারলে জীবন বাঁচবে

নিয়োগকারী সংস্থা (Recruiter Agency) : উল্লেখিত চাকরির প্রতিবেদনটি উত্তর দিনাজপুর, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস এর তরফ থেকে প্রকাশিত হয়েছে গত 21.04.2025 তারিখে।

পদের নাম (Post Name) :

চাকরিপ্রার্থীদের এখানে নিয়োগ করা হচ্ছে মোট 6 ধরনের পদে। সেগুলি হলো –

  • Additional LAO / Assistant LAO
  • Surveyor
  • Sr. System Manager (BCA/MCA)
  • Data Entry Operator
  • Clerical Staff
  • Chainman
  • Process Serging Peon

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

এখানেই চাকরিপ্রার্থীদের প্রায় সকল পথগুলোতেই আবেদন করতে হলে যে কোন সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী হতে হবে। শিক্ষাগত যোগ্যতা দিক থেকে নূন্যতম গ্রাজুয়েশন পাস থাকতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিন একবার।

বয়সসীমা (Age Limit) :

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ 64 বছরের মধ্যে। কিন্তু যেহেতু এটি একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি, মূলত তার জন্য যে সমস্ত সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা এখানে নিজেদের চাকরির জন্য আবেদন জানাবেন, তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

বেতন কাঠামো (Salary Structure) :

এখানে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে কি পরিমান বেতন দেওয়া হবে, সেটা সম্বন্ধে অফিশিয়াল নোটিশে কোনো রকম সঠিক উল্লেখ করা নেই।

মোট শূন্যপদ (Total Vacancy) :

এখানে মোট 18টি শূন্যপদে গ্রুপ সি বিভাগে কর্মী নিয়োগ করা হচ্ছে।

আবেদন পদ্ধতি (Application Process) :

চাকরিপ্রার্থীদের এখানে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের অফিসিয়াল নোটিশ থেকে প্রথমে অ্যাপ্লিকেশন ফর্ম কে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে দিতে হবে। তারপর সেই ফর্ম কে যাবতীয় সমস্ত রকম তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর সেই পূরণ করা ফর্ম এবং তার সঙ্গে যাবতীয় সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি একটি খামে ভরে নিচে উল্লেখিত ঠিকানায় নির্দিষ্ট সমস্যার পূর্বে পাঠিয়ে দিলেই আবেদনটি সম্পূর্ণ হবে।

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদনের সময়সীমা (Application Deadline) :

চাকরিপ্রার্থীদের এখানে আবেদন করা যাবে আগামী 08.05.2025 তারিখ পর্যন্ত।

আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন