Bangla News Dunia, Pallab : মহার্ঘ ভাতা বা ডিএ শুধুমাত্র আর্থিক সুবিধা নয়, বরং লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জীবনযাত্রার সঙ্গে জড়িত। আর বছর শুরু হতেই কর্মচারীদের মনে এখন একটাই প্রশ্ন – এবার ঠিক কতটা ডিএ বাড়বে? এপ্রিল মাসে ২% ডিএ বাড়ানোর পর এবার জুলাই মাসের দিকে তাকিয়ে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী।
আরও পড়ুন : আপনার শত্রুকে উচিত শিক্ষা দিতে চান, তবে চাণক্যের এই ৪ উপায় অনুসরণ করুন
তবে এবার পরিস্থিতি কিছুটা আলাদা। যেমনটা মনে করা হচ্ছে, এবার ৩% নয়, হয়তো মাত্র ২% হারে ডিএ বাড়বে। আর এমনই ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক এক পরিসংখ্যান।
বর্তমান ডিএ-র হার
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৫ শতাংশ হারে ডিএ পাচ্ছে। আর জানুয়ারি, ২০২৫ থেকে ২% ডিএ বাড়িয়ে ৫৫% করা হয়েছিল। তবে এই সামান্য ডিএ বৃদ্ধি অনেক কর্মী এবং পেনশনভোগীদের প্রত্যাশা ঠিকমতো পূরণ করতে পারেনি। কারণ এটি ছিল গত ৭ থেকে ৮ বছরের মধ্যে সবচেয়ে কম ডিএ বৃদ্ধি।
এবার কতটা বাড়তে পারে ডিএ?
এখন সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মনে একটাই প্রশ্ন- জুলাই মাসে কতটা ডিএ বাড়বে? সাম্প্রতিক রিপোর্ট এবং ভোক্তামূল্য সূচক অনুযায়ী, এই মুহূর্তে মুদ্রাস্ফীতির হার যথেষ্ট কমেছে। আর সেই কারণেই ডিএ বৃদ্ধির হার তুলনামূলকভাবে অনেকটাই কম হতে পারে বলে মনে করা হচ্ছে।