Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বাংলার সরকারি কর্মীদের (WB Government Employees) বেতন বৃদ্ধির (Salary Hike) জরুরী ঘোষণা করল সরকার। এমনিতেই সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা (WB DA Case) চলছে সুপ্রিম কোর্টে। এই মামলার গত শুনানিতে শীর্ষ আদালত সরকারি কর্মীদের স্বার্থে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। তবে সে নির্দেশ কার্যকর হওয়ার আগেই কর্মীদের মুখে হাসি ফোটালো সরকার। সরকারের একটি বিশেষ ঘোষণায় মুখে চওড়া হাসি ফুটল সরকারি কর্মীদের।
WB Government Workers Salary Hike
আচমকাই রাজ্যের সরকারি কর্মীদের ভাগ্য বদল। মহার্ঘ ভাতা নিয়ে শীর্ষ আদালতের রায়ের মাঝেই পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ নির্দেশ। কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট কর্মীদের বকেয়া ডিএ ২৫% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। জানা যাচ্ছে, আগামী ৬ সপ্তাহের মধ্যেই এই কাজ সারতে হবে মমতা ব্যানার্জির (Mamata Banerjee) সরকার-কে। তবে এই রাজ্যের বিভিন্ন দফতরে কর্মরত কর্মীদের জন্য সরকারের সাম্প্রতিক ঘোষণাটি সত্যি বলতে অবাক করছে।
আরও পড়ুন:- ইউরিক অ্যাসিডের মাত্রা অনেক বেড়েছে? এসব ড্রিঙ্কে জব্দ হবে
সরকারের তরফে কী নির্দেশ দেওয়া হয়েছে?
ইতিমধ্যে সরকারের তরফে যে ঘোষণাটি হয়েছে তাতে বাংলার বিরাট অংশের সরকারি কর্মীরা উপকৃত হতে চলেছেন। সরকার জানিয়েছে যে, খুব শীগ্রই কর্মীদের দৈনিক মজুরি বৃদ্ধি করা হবে। আর সেই নির্দেশটি সরকারের তরফে দেওয়া হয়েছে। সম্প্রতি সেই বিষয়ে একটি নয়া বিজ্ঞপ্তি জারি করেছে শ্রম দফতর।
কাদের মজুরি বৃদ্ধি হতে চলেছে?
সরকারের এই নির্দেশের দ্বারা তাহলে উপকৃত হতে চলেছেন কারা? জেনে রাখুন, এই রাজ্যের বিভিন্ন দফতরে কর্মরত অস্থায়ী কর্মীরা সরকারি নির্দেশের দ্বারা উপকৃত হবেন। তাঁদের দৈনিক মজুরি বৃদ্ধির (Salary Hike) ঘোষণা করেছে রাজ্য সরকার। সম্প্রতি বাংলার শ্রম দফতরের তরফে জারি করা নতুন বিজ্ঞপ্তিটি অনুসারে, এক ধাক্কায় ২২ টাকা মজুরি বৃদ্ধি হচ্ছে এই সকল কর্মীদের। যার ফলে মূলত লাভবান হবেন অস্থায়ী গ্ৰুপ সি, গ্রুপ-ডি ও অন্যান্য শ্রমিক।
কত টাকা মজুরি বৃদ্ধি হয়েছে?
এ বিষয়ে সরকারি সূত্রে খবর, যারা অস্থায়ী গ্রুপ-ডি কর্মী, তাঁদের দৈনিক ভাতা এবার বৃদ্ধি পেয়ে ৪৮৭ টাকা হয়েছে। আবার, অস্থায়ী গাড়ি চালক দের ক্ষেত্রে এই টাকা ৪৯৭ টাকা, গ্রুপ-সি কর্মীদের ক্ষেত্রে সেটাই বেড়ে হয়েছে ৪৯৮ টাকা। সাধারণত যেটা হয়, রাজ্য সরকারি কর্মীদের জন্য বর্ধিত হারে মহার্ঘ ভাতা ঘোষণা করা হলে তার সঙ্গেই সঙ্গতি রেখে দৈনিক মজুরির ভিত্তিতে নিযুক্ত থাকা অস্থায়ী কর্মীদের ভাতা বৃদ্ধি করা হয়ে থাকে। তাই সরকার এইসব কর্মীদের দৈনিক মজুরি বাড়িয়ে দিয়েছে।
উপসংহার
যদিও কর্মীদের মনে এই নিয়ে নির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ বিষয়ে কর্মীদের একাংশের অভিযোগ, মজুরি বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট দফতর থেকে জারি করতে দেরি করে থাকে। যার ফলে অস্থায়ী কর্মীদেরও সমস্যায় পড়তে হয়। তবে আপাতত খুশি হয়েছেন তাঁরা। আগামী দিনে সরকার কি করে সেই দিকে নজর থাকছে সকলের।
আরও পড়ুন:- জি-মেল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে? কী ভাবে বুঝবেন? জেনে নিন