Bangla News Dunia, Pallab : বিপাকে শান্তনু সেন (Santanu Sen)। বিদেশি ডিগ্রি নিয়ে বিতর্কে সাসপেন্ড হওয়া তৃণমূল নেতার ডাক্তারি লাইসেন্স এবার দু’বছরের জন্য বাতিল করল রাজ্য মেডিকেল কাউন্সিল।
আরও পড়ুন : হোমিওপ্যাথি চিকিৎসা চলাকালীন কি এলোপ্যাথি মেডিসিন চলবে ?
অভিযোগ, বিদেশি সংস্থার দেওয়া এফআরসিপি ডিগ্রি-র অপব্যবহার করেছেন শান্তনু সেন। কাউন্সিলের বক্তব্য, ‘এফআরসিপি’ ডিগ্রির কথা কাউন্সিলকে জানাননি শান্তনু। ‘এফআরসিপি’ একটি সাম্মানিক ডিগ্রি। এর বিষয়ে জানতে গ্লাসগোতে তারা একটি মেলও করেছিল। জানতে চাওয়া হয়েছিল, যাঁদের এই ডিগ্রি রয়েছে, তাঁরা প্র্যাকটিস করতে পারেন কি না। কিন্তু মেলের এখনও কোনও উত্তর আসেনি। তবে এবিষয়ে পালটা শান্তনুর দাবি, কাউন্সিল তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেনস্তা করছে। এফআরসিপি একটি সাম্মানিক ডিগ্রি। এর জন্য আলাদা করে রেজিস্ট্রেশন করানোর প্রয়োজন হয় না। দীর্ঘদিন রাজ্য মেডিকেল কাউন্সিলে সরকারের প্রতিনিধি হিসেবে ছিলেন শান্তনু। চলতি বছরের শুরুতে সেই পদও হারান তিনি।
প্রসঙ্গত, আরজি কর কাণ্ডের (RG Kar Case) পর থেকেই শান্তনুর অবস্থান নিয়ে বিতর্ক দানা বাঁধতে শুরু করে। ‘রাত দখল’ কর্মসূচিতে সমর্থন জানান শান্তনু। চিকিৎসক নেতার স্ত্রীকেও দেখা গিয়েছিল আন্দোলনকারী জুনিয়ার ডাক্তারদের পাশে থাকতে। তৎকালীন আরজি কর হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধেও সরব হতে দেখা যায় শান্তনুকে। শান্তনুর সঙ্গে তৃণমূলের সম্পর্ক নিয়ে বিতর্ক দানা বাঁধে। দলের মুখপাত্রের পদ থেকেও সরানো হয় তাঁকে। এমনকি বিভিন্ন হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতে সরকারি প্রতিনিধিদের তালিকাতেও জায়গা পাননি শান্তনু। চলতি বছর দলবিরোধী কাজের অভিযোগে শান্তনুকে সাসপেন্ড করে তৃণমূল (TMC)।