Bangla News Dunia, Pallab : বর্তমানে মানুষ লগ্নি নিয়ে বিভিন্নভাবে ভাবছেন। আর এইসবের মধ্যেই আসছে ডিজিটাল সোনা (Digital Gold)-এর কথাও। এখন প্রচুর মানুষ ডিজিটাল সোনা কিনছেন। কারণ এতে রয়েছে বেশ কিছু সুবিধা। আগের মতো পুরনো প্রথাগত লগ্নির রাস্তা থেকে অনেক বিনিয়োগকারী সরে আসছেন। বেশ কিছু লাভজনক স্কিমে ইনভেস্ট, ডিজিটাল সোনা কেনার দিকে আগ্রহ বাড়িয়ে দিয়েছেন তাঁরা। এর প্রধান কারণ হল, ডিজিটাল সোনায় লগ্নির একাধিক সুবিধা রয়েছে। এছাড়া, আপনি জি পে ব্যবহার করেও ডিজিটাল সোনা কিনতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক এই বিষয়ে বিস্তারিত।
আরও পড়ুন : এই ৩ অভ্যাস মানুষকে ধনী করে, আপনার একটাও আছে?
Digital Gold কেনার সুবিধাগুলি কি কি?
বহু মানুষ ডিজিটাল সোনা কিনে বিনিয়োগ শুরু করছেন তার কারণ হলো, এর সুবিধাগুলি। যদি আগের মতো বিনিয়োগ (Investment) না করে নতুন নিয়মে বিনিয়োগ শুরু করা যায়, তাহলে মন্দ কি? ভাবছেন প্রচুর মানুষ। আর তাই নতুন বিনিয়োগের রাস্তার মতো ডিজিটাল গোল্ড এখন বিনিয়োগকারী দের মধ্যে জনপ্রিয় হচ্ছে। কি কি সুবিধা এতে আছে, সেটা প্রথমেই জানা যাক।
১) বিনিয়োগকারীরা বলছেন ডিজিটাল গোল্ডে নাকি বিনিয়োগের ঝামেলা তুলনামূলকভাবে কম। এখানে আপনি মাত্র ১ টাকা দিয়েও সোনা কিনতে পারবেন। খুব স্বাভাবিকভাবেই বলা যায়, এর ফলে সোনা মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের নাগালের মধ্যে আসছে। কিন্তু যদি দোকানে গিয়ে গয়না ক্রয় করেন সেক্ষেত্রে সেই সুবিধা পাওয়া যাবে না।
৩) যখন আপনি অলঙ্কার কিনবেন, তখন একটি সুনির্দিষ্ট পরিমাণ সোনা কিনতে হয়। আর সেখানে কিন্তু সোনার ভগ্নাংশ কেনার কোনও সুযোগ নেই। কিন্তু ডিজিটাল সোনায় সেই সুবিধাও আছে। যার ফলে এর প্রতি আমজনতার আকর্ষণ বাড়ছে।
৪) ডিজিটাল সোনায় লগ্নি করার ক্ষেত্রে লগ্নিকারী বছরের যে কোনও সময়ে ডিজিটাল সোনা কিনতে পারবেন বা বিক্রি করতে পারবেন। কিন্তু যদি এই প্রসঙ্গ অলঙ্কারের ক্ষেত্রে হয়? তাহলে হলুদ ধাতু বিক্রির মাধ্যমে মুনাফা করা বেশ জটিল হচ্ছে। আসলে এক্ষেত্রে গয়নার মজুরি বাদ দিয়ে সোনার দাম হিসাব করা হয়। এছাড়াও এমন অনেক নিয়ম আছে যা কিন্তু ডিজিটাল সোনায় নেই। গ্রাহকের হাতে যখন যে পরিমাণ হলুদ ধাতু থাকে, সেই অনুযায়ী তার দাম তিনি পেয়ে যাবেন।
৫) ডিজিটাল সোনার আরও একটি সুবিধা হলো, লগ্নিকারী যদি চান তাহলে ইচ্ছে করলে ডিজিটাল সোনাকে ভৌত হলুদ ধাতুতে বদলে নিতে পারেন।মনে করুন, আপনার কেনা সোনার বার বা কয়েন সেটি বদলে নেওয়ার সুযোগও মিলবে। ডিজিটাল সোনাকে যদি গয়না সোনায় রূপান্তরিত করতে চান তাহলে কিন্তু মেকিং চার্জ লাগবে।
৬) আরও একটি গুরুত্বপুর্ণ বিষয় হল, সোনার গয়নার ক্ষেত্রে নিরাপত্তা মাথায় রাখতে হয়। এই সোনা রাখার জন্য ব্যাঙ্কের ভল্ট ভাড়া করতে হয়। বিপরীত হল ডিজিটাল সোনা। এই ক্ষেত্রে কিন্তু নিরাপত্তার ঝক্কি নেই। সঞ্চিত হলুদ ধাতুর উপর কোনও কোনও লগ্নির প্ল্যাটফর্ম আবার ১০০% বিমার সুবিধা দিয়ে থাকে।