ডিলিট হওয়া WhatsApp মেসেজ কিভাবে দেখবেন ? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- অনেক সময় আমরা WhatsApp এ এমন মেসেজ পাই যেই গুলি পাঠানোর পরই ডিলিট করে দেওয়া হয়। “This message was deleted” – এই বার্তাটি দেখা মাত্রই কৌতূহল বাড়ে। কিন্তু আপনি কি জানেন, কোনও থার্ড পার্টি অ্যাপ ছাড়াই এই ডিলিট হওয়া Whats App মেসেজ গুলো দেখে নেওয়া সম্ভব? হ্যাঁ, মাত্র এক ক্লিকেই। এই প্রতিবেদনে আমরা ধাপে ধাপে জানবো কীভাবে এটি সম্ভব এবং কী কী বিষয় মাথায় রাখা দরকার।

WhatsApp ডিলিট হওয়া মেসেজ দেখার সহজ উপায়

Android ফোনে থাকা Notification History ফিচার ব্যবহার করে আপনি ডিলিট হওয়া WhatsApp মেসেজ দেখতে পারবেন, এই ফিচারটি Whats App এর আসল নোটিফিকেশন লোগ করে রাখে, যার মাধ্যমে আপনি ডিলিট হওয়ার আগের মেসেজটি পড়ে ফেলতে পারেন। এবারে আরও কিছু তথ্য সম্পর্কে জেনে নিন যেখানে আপনারা আরও বিস্তারিত তথ্য সম্পর্কে জেনে নিতে পারবেন।

কিভাবে Notification History অন করবেন?

  • ফোনের Settings এ যান
  • Apps & Notifications বা Notifications অপশন সিলেক্ট করুন
  • Notification History নির্বাচন করুন
  • এই অপশনটি ON করে দিন
  • মনে রাখবেন, এই ফিচারটি Android 11 ও তার পরের ভার্সনে উপলব্ধ।

WhatsApp Notification Access এর সুবিধা

  1. WhatsApp মেসেজ ডিলিট হওয়ার আগেই যদি ফোনে নোটিফিকেশন আসে, তাহলে Notification Access-এর মাধ্যমে সেটি রেকর্ড হয়ে যায়।
  2. ডিলিট হওয়া টেক্সট মেসেজ দেখা যায়
  3. নির্দিষ্ট সময়ের মধ্যে আসা নোটিফিকেশনগুলো দেখা সম্ভব
  4. কোনও অ্যাপ ছাড়াই সিস্টেমে সংরক্ষিত ডাটা দেখা যায়
  5. Google Drive Backup থেকেও মেসেজ রিকভার করা যায়
  6. Whats App স্বয়ংক্রিয়ভাবে প্রতিদিন একটি করে ব্যাকআপ Google Drive করে রাখে।

হোয়াটস অ্যাপ ব্যাকআপ পাওয়ার স্টেপ

WhatsApp আনইনস্টল করুন, আবার ইনস্টল করে Same Mobile Number দিয়ে লগইন করুন, ইনস্টল করার সময় “Restore Backup” অপশন আসবে – সেখান থেকে Restore করুন, ডিলিট হওয়া মেসেজ ব্যাকআপে থাকলে তা ফেরত পেয়ে যাবেন, এই পদ্ধতিতে আপনি শুধু সেই মেসেজ গুলো ফেরত পাবেন যা ব্যাক আপ নেওয়ার সময় পর্যন্ত ছিল।

WhatsApp এর মেসেজ দেখতে কিছু সীমাবদ্ধতা আছে

ইমেজ, ভিডিও, ভয়েস নোট সাধারণভাবে দেখা যায় না, ব্যাকআপের সময়ের পর ডিলিট হওয়া মেসেজ রিকভার করা যায় না, Notification History অন না থাকলে আগের মেসেজ দেখা সম্ভব না, যারা থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করতে চান না, যাদের ফোনে Android 11 বা তার বেশি ভার্সন রয়েছে, যারা শুধুমাত্র ডিলিট হওয়া টেক্সট মেসেজ দেখতে চান তাদের জন্য এই ফিচার জানা খুব জরুরি।

 

আরও পড়ুন:- ওষুধের দোকানে বিক্রি হওয়া নকল ওষুধ চিনবেন কীভাবে? বিস্তারিতভাবে বুঝে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন