Bangla News Dunia, Pallab : দক্ষিণ দিনাজপুর জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের তরফ থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি, যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নূন্যতম মাধ্যমিক পাস যোগ্যতায় বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা হবে।
এখানে আবেদন করতে পারবে ওই জেলার সমস্ত যোগ্য চাকরিপ্রার্থী। মূলত তার জন্য আমরা এই প্রতিবেদনে উক্ত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হলো, যেটা এখানে আবেদনকারী সমস্ত ধরনের প্রার্থীদের অনেকটা সাহায্য করবে। চলুন তাহলে সমস্ত বিষয়টা দেখে নেওয়া যাক।
আরও পড়ুন : জিহ্বা দেখে সেরা হোমিওপ্যাথি ঔষধ !
নিয়োগকারী সংস্থা : Dakshin Dinajpur DM Office
পদের নাম (Post Name) :
চাকরিপ্রার্থীদের এখানে নিয়োগ করা হবে মোট 7 ধরনের পদে। সেগুলি হলো –
- Officer in Charge
- Counsellor
- Child Welfare Officer
- House Father
- Para Medical Staff
- Storekeeper Cul Accountant
- Helper Cum Night Watchman
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :
এখানে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের নূন্যতম মাধ্যমিক পাস্ থাকতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশটি দেখে নিন।
বয়সসীমা (Age Criteria) :
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 42 বছরের মধ্যে। কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাওয়া যাবে।
মাসিক বেতন (Monthly Salary) :
এখানে নিযুক্ত প্রার্থীদের বেতন দেওয়া হবে 12,000 টাকা থেকে 33,100 টাকা পর্যন্ত।
মোট শূন্যপদ (Total Vacancy) :
মোট 7টি পদে এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে।
আরও পড়ুন : বিজেপি ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ৩০০০ টাকা করা হবে, কবে থেকে বাড়বে ?
আবেদন পদ্ধতি (Application Process) :
সম্পূর্ণরূপে অনলাইনের মাধ্যমে চাকরিপ্রার্থীদের এখানে আবেদন করতে হবে। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের রেজিস্ট্রেশন করে নিতে হবে সবার আগে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অ্যাপ্লিকেশন ফর্মটি যাবতীয় সমস্ত রকম তথ্য সহকারে পূরণ করে ফেলতে হবে।
পূরণ হয়ে যাওয়ার পর সেখানে প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে দিতে হবে এবং তারপরে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করে দিয়েছে সাবমিট করে দিলেই আপনারা বিধানটি সম্পূর্ণ হবে।
নিয়োগ পদ্ধতি (Selection Process) :
এখানে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে বেছে নেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | 31.01.2025 |
আবেদনের শেষ তারিখ | 28.02.2025 |
আরও পড়ুন : ৮ হাজারে কাশ্মীর, ৪৫০ টাকায় দিঘা ভ্রমণ ! সস্তায় ঘুরতে যাওয়ার সুবর্ণ সুযোগ