ড্রোন টক্করে নাস্তানাবুদ পাকিস্তান, একাধিক বিমানঘাঁটি, অস্ত্রাগার, কমান্ড সেন্টার ধ্বংস করল ভারত

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : পাকিস্তানের নিশানায় ভারতের চার বিমানঘাঁটি। পালটা পাকিস্তানের একাধিক বিমানঘাঁটি, অস্ত্রাগার, কমান্ড সেন্টার ধ্বংস করল ভারত (India-Pakistan Tension)। ড্রোন টক্করে নাস্তানাবুদ পাকিস্তান। গুজরাটেই ৬টি ড্রোন ধ্বংস করার খবর পাওয়া গিয়েছে। পাঠানকোট এয়ারবেসে পাক ড্রোন হামলা রুখে দিয়েছে ভারত। এছাড়া বারমের, উধমপুরে পাক ড্রোন নামিয়েছে ভারত। অমৃতসর, ফিরোজপুর, জলন্ধরে পাক ড্রোন ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের (Pakistan) একাধিক সেনা ঘাঁটিতে প্রহার, একের পর এক ড্রোন, লঞ্চ প্যাড ধ্বংস করার খবর পাওয়া গিয়েছে।

আরো পড়ুন : গর্বে বুক ভরে যাবে INS বিক্রান্তের সক্ষমতার কথায়, সমুদ্রের অতন্দ্র প্রহরী – অতীত ও বর্তমান

শনিবার কাকভোর থেকে ‘হেভি শেলিং’ চলছে জম্মু ও কাশ্মীরের (J&K) বিস্তীর্ণ অংশে। পাকিস্তানের হামলায় মৃত্যু হয়েছে রাজৌরির উচ্চপদস্থ সরকারি আধিকারিক সহ তিন জনের। এদিন বিদেশমন্ত্রক, সেনার সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, পঞ্জাবের বায়ুসেনা ঘাঁটিতে রাত ১টা ৪০ মিনিট নাগাদ হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। ছোড়া হয় মিসাইল, দাবি কর্নেল সোফিয়ার। তবে তা প্রতিহত করেছে ভারত। ভারতীয় সেনা এবং সরকারের তরফে এও জানানো হয়েছে, নিয়ন্ত্রণরেখা এবং আন্তর্জাতিক সীমান্তে সেনা মোতায়েন বৃদ্ধি করছে পাকিস্তান।

আরও পড়ুন:- দেশের সবচেয়ে শক্তিশালী ও বিপজ্জনক কমান্ডো কারা ? জেনে নিন

ভারতীয় সেনাঘাঁটিগুলিকে নিশানা করা হচ্ছে বলে জানানো হয় এদিন। ড্রোন এবং অন্যান্য মাধ্যমে গোলাবর্ষণ চলছে। অধিকাংশ হামলা ভারত নিষ্ক্রিয় করেছে। আদমপুর, উধমপুর, ভাটিন্ডার মতো কিছু কিছু জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। শ্রীনগর, অবন্তিপুর, উধমপুরে চিকিৎসাকেন্দ্র, স্কুলগুলিকে নিশানা করেছে পাকিস্তানি সেনা। হাইস্পিড মিসাইল ছোড়া হয়েছে। আকাশপথে অস্ত্রবাহী ড্রোন, ক্ষেপণাস্ত্র, এমনকি যুদ্ধবিমানে নিয়ে ২৬ এলাকায় হামলা চালানো হয়েছে। তবে ভারতের জোরালো প্রত্যাঘাতে নাস্তানাবুদ পাকিস্তান।

আরো পড়ুন : পরমাণু হামলায় কীরকম ক্ষতির সম্ভাবনা? জানুন

আরও পড়ুন : ভারত-পাকিস্তান সংঘাত আরও বাড়লে কী করবে আমেরিকা ? জানতে বিস্তারিত পড়ুন

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন