Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সাধারণ মধ্যবিত্ত ঘরে প্রতিটি জীবনকে উৎসবের মতোই পালন করার জন্য ভারতীয় জীবন বীমা নিগম নিয়ে এসেছে জীবন উৎসব পলিসি (LIC Jeevan Utsav Policy). ভারতের সাধারণ মানুষ তাদের আর্থিক সঞ্চয়কে নিরাপদ রাখার জন্য অনেক সময়ই বেছে নেন ভারত সরকার অধিকৃত লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন কে। এই কারণেই প্রতি বছরেই ভারতীয় নাগরিকদের একাধিক সুরক্ষা প্রদানের জন্য এই সরকারি বীমা সংস্থা বিভিন্ন রকম বীমা (Insurance Policy) প্রকল্প নিয়ে আসে। এই সমস্ত বীমা প্রকল্পগুলির মধ্যে অন্যতম LIC Jeevan Utsav Policy. যেখানে নির্দিষ্ট সময়ে পাওয়া যাবে নগদ ৫ লক্ষ টাকা! কিন্তু কীভাবে? আসুন জেনে নেওয়া যাক।
LIC Jeevan Utsav Policy Review
২০২৩ সালের নভেম্বর থেকে জীবন উৎসব প্ল্যান নামক একটি দুর্দান্ত জীবন বীমা শুরু করা হয়। নিয়মিত আয়, নিশ্চিত রিটার্ন এর পাশাপাশি এই জীবন বীমা প্রকল্পে প্রতিটি ভারতীয় নাগরিককে জীবনের সুরক্ষা প্রদান করা হয়। অর্থাৎ, অনেক সময়ই দেখা গেছে, দেশের মধ্যবিত্ত পরিবার গুলির মধ্যে কোন দুর্ঘটনা ঘটলে, সেই পরিবারগুলির ঘুরে দাঁড়ানোর অবকাশ থাকে না। এমন পরিস্থিতির সম্মুখীন হওয়া থেকেই Life Insurance Corparation এর এই জীবন বীমা (Life Insurance) সুরক্ষা প্রদান করে। সব থেকে বড় কথা, এই দেশে জন্মগ্রহণের তিন মাসের পর থেকেই এই পলিসির আন্ডারে সেই ক্ষুদ্র শিশুটিকে সুরক্ষিত করে নেওয়া যেতে পারে।
আরও পড়ুন:- রাজ্যের মেয়েদের 25,000 টাকা করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা। জানুন কিভাবে আবেদন করতে হবে ?
Jeevan Utsav Policy তে বিনিয়োগের সময়
এলআইসি এর জীবন উৎসব পলিসিতে ন্যূনতম ৯০ বছর বয়স থেকে সর্বোচ্চ ৬৫ বছর বয়স পর্যন্ত ভারতীয় নাগরিকরা আবেদন জানাতে পারেন। এই প্ল্যানের বিবরণ অনুসারে, ন্যূনতম ৫ বছরের জন্য প্রিমিয়াম (Premium) দিতে হয় উপভোক্তাদের। এর পাশাপাশি এই প্ল্যানে সর্বোচ্চ ১৬ বছর পর্যন্ত পরিশোধের সময়কাল দেওয়া হয়ে থাকে।
LIC Jeevan Utsav Policy এর সুযোগ সুবিধা
উপভোক্তাদের বিনিয়োগ (Investment) এর উপর নির্ভর করে জীবন বীমা কভার করে থাকে এই পলিসি। এক্ষেত্রে ন্যূনতম বিনিয়োগের বিনিময়ে ৫ লক্ষ টাকার বীমা কভার পেয়ে থাকেন প্রতিটি উপভোক্তা। তবে এই বীমা কভারের কোন সর্বোচ্চ সীমা নির্ধারণ করা নেই। প্রতিটি উপভোক্তার সুরক্ষিত ভবিষ্যতের কথা ভেবে দীর্ঘমেয়াদী একটি বিনিয়োগ পরিকল্পনা এই পলিসি। এই কারণেই এটির মাধ্যমে স্থায়ী এবং নিশ্চিতভাবে রিটার্নের সুবিধাও পান গ্রাহকেরা।
এর পাশাপাশি প্রতিটি পলিসি হোল্ডারদের প্রত্যেক বছর অতিরিক্ত সুযোগ-সুবিধা দেওয়া হয় এই Jeevan Utsav Policy এর মাধ্যমে। গোটা এক বছরের প্রিমিয়াম (Premium) দেওয়ার শেষে মূল যে পরিমাণ অর্থ বীমা করা হয়েছে, তার প্রতি ১০০০ টাকার জন্য গ্যারান্টি যুক্ত অতিরিক্ত পরিমাণ টাকা দেওয়া হয় কোম্পানির তরফে। অর্থাৎ এক্ষেত্রে আপনি এক বছরে ঠিক যতটা পরিমাণ টাকা বিনিয়োগ করবেন, প্রত্যেক বছরের শেষে ততটা পরিমাণ বোনাস যোগ হবে আপনার বিনিয়োগ একাউন্টে।
এই পলিসির রিটার্ন
প্রতিটি বিনিয়োগের সময়েই উপভোক্তাদের মাথায় সুদ (Interest) এর চিন্তা আছে। অর্থাৎ একটি নির্দিষ্ট সময় বিনিয়োগের পরে ঠিক কতটা পরিমাণ রিটার্ন পাওয়া যাবে, এটা নিয়ে যথেষ্ট পরিমাণে চিন্তিত থাকেন অনেক বিনিয়োগকারী। তবে Jeevan Utsav Policy এর মাধ্যমে দুই রকম ভাবে রিটার্ন নেওয়া যায়। এক্ষেত্রে আপনি আপনার অবসরকালীন জীবনের জন্য স্থায়ী রোজগারের বিকল্প বেছে নিতে পারেন কিংবা ফ্লেক্সিবল ইনকাম অপশনটিও বেছে নেওয়া যেতে পারে। তবে এই দুটি বিকল্পের জন্য আলাদা আলাদা সুদের হিসাব রয়েছে এই পলিসিতে।
- আপনি যদি স্থির আয়ের বিকল্পটি বেছে নেন, বীমা করা অর্থের ১০% পর্যন্ত রিটার্ন পেতে পারেন।
- অপরদিকে, আপনি যদি ফ্লেক্সিবল বা নমনীয় আয়ের অপশনটি বেছে নেন, তাহলে আপনার জমানো টাকার উপর ৫.৫% পর্যন্ত বার্ষিক সুদ পেতে পারেন।
- এছাড়াও এই পলিসি অনুসারে, সঞ্চিত অর্থের ৭৫% প্রয়োজন অনুসারে উইথড্র করে নিতে পারবেন পলিসি হোল্ডার।
উপসংহার
প্রতিটি মানুষের জীবন যথেষ্ট পরিমাণে মূল্যবান হয়ে থাকে। একটি সঠিক জায়গায় সুরক্ষিতভাবে বিনিয়োগের পাশাপাশি আপনার নিজের এবং পরিবারের বিশেষ মানুষটির জীবন সুরক্ষা পেতে চাইলে Jeevan Utsav Policy অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিকল্প হতে পারে। তবে বিনিয়োগের আগে অবশ্যই বিনিয়োগের সমস্ত কাগজপত্র ভালোভাবে পড়ে বুঝে নিয়ে তবেই বিনিয়োগ করবেন।
আরও পড়ুন:- জুলাই মাসে ৫ রাশির ওপর শুক্রের কৃপা, রাতারাতি বড়লোক হওয়ার সম্ভাবনা আছে