Bangla News Dunia, দীনেশ :- তুরস্ককে প্রায় ২,৬০০ কোটি টাকার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রি করা হবে। জানা গিয়েছে, বিক্রির অনুমোদন দিয়েছে আমেরিকা (US-Turkey)। মার্কিন বিদেশ দপ্তরের অনুমোদন মিললেও বিক্রয়ের জন্য এখনও মার্কিন কংগ্রেসের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন। এই সব অস্ত্রের মূল্য সব মিলিয়ে প্রায় ৩০৪ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২,৬০০ কোটি টাকা।
আরও পড়ুন:- নির্বিচারে কেটে ফেলা হচ্ছে ২৮ লক্ষ নারকেল গাছ, কারণ জানলে অবাক হয়ে যাবেন
আরও পড়ুন:- বিষাক্ত ভেজাল নুন খাচ্ছেন না তো? এই ভাবে জল দিয়ে পরীক্ষা করে নিতে পারেন
বৃহস্পতিবার ন্যাটোর বিদেশসচিবদের সঙ্গে বৈঠকে যোগ দিতে তুরস্ক (Turkey) সফরে যান মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো। এই আবহেই পেন্টাগনের তরফে বিবৃতি জারি করে এই তথ্য জানানো হয়েছে। পেন্টাগনের অধীনস্থ ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি (ডিএসসিএ) জানিয়েছে, আমেরিকার কাছ থেকে আনুমানিক ২২৫ মিলিয়ন ডলার মূল্যের ৫৩টি উন্নত মাঝারি পাল্লার আকাশ থেকে আকাশে(US) নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ‘এআইএম-১২০সি-৮’ এবং ৭৯.১ মিলিয়ন ডলার মূল্যের ৬০টি ‘এআইএম-নাইনএক্স ব্লক-২’ ক্ষেপণাস্ত্র কিনতে চেয়েছে তুরস্ক।
আরও পড়ুন : পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে ১০০০ টাকা ! কারা পাবেন, কীভাবে আবেদন করবেন ?
আরও পড়ুন:- কর্নেল কুরেশিকে ‘জঙ্গিদের বোন’ তকমা বিজেপি নেতার, জানতে বিস্তারিত পড়ুন