Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- তৃণমূলে ফের ভাঙনের ইঙ্গিত ! ফের কি ভাঙন ধরতে চলেছে তৃণমূলে ? প্রথমে মিহির গোস্বামীর বিজেপিতে যোগ দেয়া তারপর শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের চাপানউতোর চলছে কিন্তু এবার তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে জল্পনা বাড়ালেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত। মুকুল রায়ের বাড়ি গিয়ে তার সঙ্গে আচমকা সাক্ষাৎ করেছেন তিনি। তা নেই রাজনৈতিক মহলে জল্পনা চলছে।
প্রসঙ্গত মুকুল রায়ের সল্টলেকের বাড়িতে হঠাৎ করেই হাজির হন শীলভদ্র দত্ত। উলেখ্য বেশ কয়েকদিন ধরেই বেসুরো সুরে কথা বলছিলেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক। কখনও দলের জনসভা তারপর সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক। বারবার দলের বিরুদ্ধে অসন্তোষও প্রকাশ করেছেন তিনি। এক ধাপ এগিয়ে তিনি বলেছেন পরের বার আর তিনি আর তৃণমূলের প্রতীকে ভোটে দাঁড়াবেন না। এছাড়াও ভোট যত এগিয়ে আসছে ততো অস্বস্তি ও চাপানউতোর বাড়ছে শাসক তৃণমূলের অন্দরে। চারি দিকে আরো বেশি করে বাড়ছে গোষ্ঠী কোন্দল।
আরো পড়ুন :- রাজস্থান পঞ্চায়েত নির্বাচনে গেরুয়া নিশান ! চিন্তায় শাসক কংগ্রেস
শুভেন্দুর মন্ত্রী সভা থেকে ইস্তফা দেয়াকে তিনি প্রকাশ্যে সঠিক সিদ্ধান্ত বলেছিলেন। তখনই সব বোঝা গিয়েছিল তৃণমূলের সঙ্গে বিধায়ক শীলভদ্রের সম্পর্ক একে বাড়ে তলানিতে। তবে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেছে তৃণমূল দল। এছাড়াও তাঁর সঙ্গে দেখা করে পিকের টিম। পরে আবার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও গিয়েছিলেন। কিন্তু তাঁর সঙ্গে সাক্ষাৎ করেননি শীলভদ্র দত্ত।
Highlights
1. তৃণমূলে ফের ভাঙনের ইঙ্গিত !
2. শুভেন্দুর মন্ত্রী সভা থেকে ইস্তফা দেয়াকে তিনি প্রকাশ্যে সঠিক সিদ্ধান্ত বলেছিলেন
#BJP #TMC