তৃণমূলে যাচ্ছেন দিলীপ ঘোষ ? তুঙ্গে চর্চা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : বিজেপির সদ্য নির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের পদপ্রাপ্তির অনুষ্ঠানে ডাক পাননি দিলীপ ঘোষ। তা নিয়ে বঙ্গ রাজনীতিতে চর্চাও কম হয়নি। নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুলেছেন তিনি।

আরও পড়ুন : বিজেপি ছেড়ে তৃণমূলের পথে? দেখুন কি বললেন দিলীপ ঘোষ

বঙ্গ বিজেপি সভাপতি হিসেবে দিলীপ সফল ছিলেন। অন্তত বিধানসভা ভোটের ফলাফল তাই বলে। কিন্তু অধুনা দলের অন্দরেই কোণঠাসা তিনি, দাবি রাজনৈতিক মহলের একাংশের। নতুন রাজ্য বিজেপি সভাপতির জন্য আয়োজিত অনুষ্ঠানে ডাক পাননি তিনি। এর পরেই প্রশ্ন উঠেছে, দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ কী?

পার্টির যদি মনে হয় আমি সাধারণ কর্মী হিসেবে কাজ করব, তাহলে তাই করব। দল যেখানে ডাকে আমি যাই, যেখানে ডাকে না আমি যাই না। এটাকে পার্টির সিস্টেম বলে মনে করি।’ সায়েন্স সিটিতে শমীক ভট্টাচার্যের জন্য আয়োজিত অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ না করার পরে দিলীপ ঘোষের এই মন্তব্য অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মতামত রাজনৈতিক মহলের।

এ দিকে ২১ জুলাইয়ের আগে নাকি দিলীপ ঘোষ বড় চমক দেবেন, এই নিয়ে তুঙ্গে চর্চা। এ দিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন দিলীপ। ‘কল্পনা করতে তো আর পয়সা লাগে না। ২১ তারিখ পর্যন্ত কল্পনার ডেট দিচ্ছে। তারিখ পে তারিখ’, স্বমহিমায় বললেন এই নেতা। সঙ্গে তাঁর বার্তা, ‘এই করেই কিছু লোক মার্কেটে থাকে। দিলীপ ঘোষ তো মার্কেটে রয়েইছে।’

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন