Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- তৃণমূল ছাড়লেন হেভিওয়েট মন্ত্রী ! এবার শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ছিন্ন হয়ে গেল। প্রথমে মন্ত্রী তারপর বিধায়ক পদের পর এবার তৃণমূল কংগ্রেস ছাড়লেন প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। আর তারপর রাজীব বন্দ্যোপাধ্যায়-র BJP-তে যোগদানের সম্ভাবনা আরও জোরালো হল বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর রাজীব বলেছিলেন , বাংলার মানুষের কাছে আমি কৃতজ্ঞ। আর দলনেত্রীর কাছেও কৃতজ্ঞ।
প্রসঙ্গত BJP-তে যোগ দিচ্ছেন ? এই প্রশ্নে প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক রাজীবের জবাব ছিল, এখনও আমি দলেই আছি। তবে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। আমার সিদ্ধান্ত আগামীকাল সম্পূর্ণ রূপে জানাব। মনে করি, মানুষের জন্য কাজ করতে গেলে, কোনো একটা রাজনৈতিক দলের সঙ্গে থাকতে হবে। আর এই মন্তব্য সম্পূর্ণ ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে রাজ্যের রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। উলেখ্য ইস্তফার দিন রাজভবন থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলছিলেন, আমার খুব খারাপ লাগছে। আমার হৃদয় ভেঙে গিয়েছে। আমি খুবই বেদনাগ্রস্ত হয়েছি।
আরো পড়ুন :- দল থেকে ইস্তফা দিলেন হেভিওয়েট তৃণমূল বিধায়ক ! ফের ভাঙ্গন শাসক দলে
উলেখ্য রাজীব বন্দ্যোপাধ্যায় ও উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালের BJP-তে যোগদানের জল্পনা বাড়িয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ৩০ বা ৩১ তারিখ রাজীব কী করবে জানি না। এই অবস্থায় রাজীবের তৃণমূল ত্যাগ বা BJP-তে যোগদানের জল্পনায় নয়া মোড় নিল ভোটমুখী বাংলা।
Highlights
1. তৃণমূল ছাড়লেন হেভিওয়েট মন্ত্রী !
2. BJP-তে যোগদানের জল্পনায় নয়া মোড় নিল ভোটমুখী বাংলা
#BJP #TMC