Bangla News Dunia, Pallab : মাঝপথেই ব্যর্থ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর অভিযান (ISRO Satellite Launch)। রবিবার ভোরে উৎক্ষেপণ করা হয়েছিল ইসরোর স্যাটেলাইট ইওএস-০৯ (EOS-09)। ওই স্যাটেলাইট নিয়ে রওনা দিয়েছিল পিএসএলভি-সি৬১ মহাকাশযান (PSLV-C61)। কিন্তু মাঝপথেই যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হওয়ায় স্যাটেলাইটটিকে মহাকাশের নির্ধারিত কক্ষপথে নামাতে পারেনি মহাকাশযানটি।
আরও পড়ুন : Big News : এবার আর ৮ ঘণ্টা নয়, ৬ ঘণ্টা ডিউটি করতে হবে ! বড় ঘোষণা নবান্নের
জানা গিয়েছে, এদিন শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ভোর ৫টা ৫৯ মিনিট নাগাদ পিএসএলভি-সি৬১ মহাকাশযানে করে পাঠানো হয় ইওএস-০৯ স্যাটেলাইটটিকে। উৎক্ষেপণ হলেও অভিযানের তৃতীয় ধাপে ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি। যে কারণে মাঝপথেই অভিযানটি বাতিল করতে বাধ্য হন ইসরোর আধিকারিকরা। অভিযানের উৎক্ষেপণের সময় থেকে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছিল ইসরো। সেটি চলাকালীনই অভিযানের ব্যর্থতার কথা স্বীকার করে নেন ইসরো প্রধান ভি নারায়ণান। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় বিবৃতিতে ইসরোর তরফে বলা হয়, ‘আজ ১০১তম উৎক্ষেপণের চেষ্টা করা হয়েছিল। পিএসএলভি-সি৬১-এর কর্মক্ষমতা দ্বিতীয় ধাপ পর্যন্ত স্বাভাবিক ছিল। কিন্তু তৃতীয় ধাপে একটি বিশেষ পর্যবেক্ষণের কারণে এই মিশনটি সম্পন্ন করা সম্ভব হয়নি।’
Today 101st launch was attempted, PSLV-C61 performance was normal till 2nd stage. Due to an observation in 3rd stage, the mission could not be accomplished.
— ISRO (@isro) May 18, 2025
প্রাথমিক তথ্য থেকে জানা গিয়েছে, ১,৬৯৬ কেজি ওজনের ইসরোর এই স্যাটেলাইটির কাজ ছিল যে কোনও আবহাওয়াতেই মহাকাশ থেকে পৃথিবীর স্পষ্ট ছবি পাঠানো। জাতীয় সুরক্ষা ও প্রাকৃতিক বিপর্যয় সামলাতে যথেষ্ট গুরুত্বপূর্ণ হত এই স্যাটেলাইটের কার্যকলাপ। ৫২৪ কিলোমিটারের সূর্য-সমকালীন পোলার কক্ষপথে স্যাটেলাইটটিকে নামানোর কথা ছিল। কিন্তু তৃতীয় পর্যায়ের মোটরটিতে, উৎক্ষেপণের পর ২০৩ সেকেন্ডের মধ্যে সমস্যা দেখা দেয়।