দক্ষিণ ভারত থেকে মুছে গেল কংগ্রেস ! বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- দক্ষিণ ভারত থেকে মুছে গেল কংগ্রেস ! সুদূর দক্ষিণের কেন্দ্র শাসিত অঞ্চল পদুচেরিতে ভেঙে পড়ল কংগ্রেসের সরকার। গতকাল সোমবার আস্থা ভোটে রাজ্যের মুখ্যমন্ত্রী নারায়ণস্বামী সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করতে ব্যর্থ হন। তারপর রাজ্যের উপরাজ্যপালের সাথে সাক্ষাৎ করে ইস্তফা দেন মুখমন্ত্রী ভি নারায়ণস্বামী। উলেখ্য কংগ্রেস বিধায়ক কে. লক্ষ্মীনারায়ণ ও আরেক বিধায়ক ভেঙ্কটেশনের ইস্তফা দেওয়ার পর ৩৩ সদস্যের বিধানসভায় কংগ্রেস জোটের বিধায়ক সংখ্যা কমে ১১ হয়ে গেলো। অন্যদিকে রাজ্যের সব বিরোধী দলের কাছে ১৪ জন বিধায়ক আছে।

congress

উলেখ্য পুদুচেরিতে সরকার পতনের পর সমগ্র দক্ষিণ ভারত থেকে কংগ্রেস ঝেড়ে মুছে সাফ হয়ে গেল। উলেখ্য ২ বছর আগে কর্ণাটক বিধানসভায় আস্থা ভোটে হেরেছিল কংগ্রেস। কিন্তু পদুচেরিতে একই অবস্থা হল কংগ্রেসের। একসময় দক্ষিণ ভারতকে কংগ্রেসের গড় বলে ডাকা হত। কিন্তু সেখানে ধীরে ধীরে চিত্র পুরোপুরি বদলে গেলো। গত ২০১৪ সালে বিজেপির কাছে লোকসভা নির্বাচনে শোচনীয় হারের পর থেকেই কংগ্রেস দ্রুত কমজুরি হতে থাকে। যদিও দেশের কিছু রাজ্যে কংগ্রেস সরকার আবার ফিরে এসেছে। কিন্তু বাকি সকল রাজ্য গুলোতে কংগ্রেসের অবস্থা খুব শোচনীয় হয়ে উঠেছে।

avilo digital marketing

আরো পড়ুন :- ভাইপোর বাড়িতে সিবিআই হানা ! নোটিশে চাঞ্চল্য

দেশের মাত্র ৫ টি রাজ্যেই কংগ্রেসের সরকার আছে। সেই রাজ্য গুলো হল পাঞ্জাব, রাজস্থান, ছত্তিসগড়, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড। মধ্যপ্রদেশে ১৫ বছর পর ক্ষমতায় ফিরেছিল কংগ্রেস তবে মাত্র ১৫ মাস শাসন করার পর সরকার পড়ে যায়। একই অবস্থা হয়েছিল কর্ণাটকে।

Highlights

1. দক্ষিণ ভারত থেকে মুছে গেল কংগ্রেস !

2. একই অবস্থা হয়েছিল কর্ণাটকে

#BJP #CONG

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন