Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মেয়ের বিয়ের জন্য ম্যারেজ হল ভাড়া করেছিলেন দলিত সম্প্রদায়ের এক ব্যক্তি। এই কারণেই লোহার রড, লাঠি নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে। অভিযুক্তরা সকলেই উচ্চবর্ণের বলে অভিযোগ। শুক্রবার রাতে উত্তরপ্রদেশের রাসরার ঘটনা। ২ জন মারধরে গুরুতর জখম হয়েছেন বলে অভিযোগ। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।
সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রের খবর, বিয়ের জন্য রাসরায় ম্যারেজ হল ভাড়া নিয়েছিলেন কনের বাবা। বিয়ের দিন বর, বরযাত্রী সবই হাজির হয়েছিলেন। বিয়ের প্রস্তুতি চলছিল পুরোকদমে। অভিযোগ, সেই সময়ই লাঠিসোঁটা, লোহার রড নিয়ে ম্যারেজ হলে ঢুকে পড়ে কয়েকজন যুবক। ঢুকেই তারা মারধর শুরু করে বলে অভিযোগ, সঙ্গে অশ্রাব্য গালিগালাজও দেওয়া হয়। আক্রান্তদের অভিযোগ, হামলাকারীরা চিৎকার করে বলতে থাকে, ‘দলিত হয়ে ম্যারেজ হল ভাড়া নিয়ে বিয়ে করছিস! সাহস তো কম নয়।
আরও পড়ুন:- বাড়ছে করোনা, রেল যাত্রীদের ওপর কোন নির্দেশিকা জারি করল ভারতীয় রেল ?
এলোপাথাড়ি মারধরে অজয় কুমার এবং মানন কান্ত নামে ২ জন গুরুতর জখম হয়েছেন বলে পুলিশ সূত্রের খবর। দু’জনেই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আহতের ভাই রাঘবেন্দ্র গৌতম রাসরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমান সাহনি, দীপক সাহনি, রাহুল এবং অখিলেশ নামে চার যুবকের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেছেন রাঘবেন্দ্র। ওই চার জনের সঙ্গে আরও ১৫-২০ জন ছিল বলেও দাবি করেছেন তিনি।
পুলিশ সূত্রে খবর, ভারতীয় ন্যায় সংহিতা-র একাধিক ধারায় এবং তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। রাসরা থানার স্টেশন ইনচার্জ বিপিন সিং জানিয়েছেন, অভিযোগ জমা পড়েছে। ঘটনার তদন্ত চলছে।
আরও পড়ুন:- ক্যানসারের চিকিৎসায় বাঙালি বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার। আরও সহজ হবে চিকিৎসা ?