দলে বাংলার ক্রিকেটার না নেওয়ায় কেকেআর-কে বিঁধলেন ডিন্ডা

By Bangla News Dunia Dinesh

Published on:

ashok dinda

Bangla News Dunia , অজয় দাস :- লখনউয়ের কাছে হারের ফলে এবারের প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেছে কেকেআর। আর তার পরেই দলে বাংলার ক্রিকেটার না নেওয়ার জন্য কেকেআর-কে কার্যত আক্রমণ করলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার অশোক ডিন্ডা। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘গুডবাই কেকেআর ২০২২’। কিছু সময় পরে সেই পোস্ট এডিট করে তিনি লেখেন, ‘গুডবাই কেকেআর ২০২২। পরের মরসুমের জন্য শুভেচ্ছা। আশা করছি পরের বার দলে বাংলার কয়েক জন ক্রিকেটারকে দেখতে পাব।”

#shortnews

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন