Bangla News Dunia, দীনেশ :- যদি দল কোনও ব্যবস্থা না নেয় তাহলে দল ছেড়ে দেবেন বলে ‘হুমকি’ দিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী! এদিন মন্তেশ্বরের মালডাঙ্গায় আয়োজিত একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় যাওয়ার সময় নিজের দলের লোকজনের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ তোলেন সিদ্দিকুল্লাহ। আর সেই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েই দল ছেড়ে দেওয়ার ‘হুমকি’ দিয়েছেন এলাকার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ জানাতে এদিন বিকালে তিনি ছুটে যান জেলার পুলিশ সুপার সায়ক দাসের কাছে। পুলিশ সুপারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সিদ্দিকুল্লাহ দল ছাড়ার ‘হুমকি’ দেন।
আরও পড়ুন:- রেলের নতুন সুপারঅ্যাপ RailOne ডাউনলোড করলে পাবেন টিকিটে ছাড়, কীভাবে ডাউনলোড করবেন, জানুন এখনই।
পুলিশ সুপারের অফিসের সামনে দাঁড়িয়ে এদিন পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে তিনি প্রশ্ন তোলেন, ‘যেখানে রাজ্যের মন্ত্রী সুরক্ষিত নয়, সেখানে সাধারণ মানুষ কীভাবে সুরক্ষিত থাকবে? পরিকল্পনা করে আমাকে খুনের চক্রান্ত করা হয়েছিল। এদিনের গোটা ঘটনা সবিস্তার দলের উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’ আর এরপরেই কার্যত হুঁশিয়ারির সুরে তিনি জানিয়ে দেন যে, এই ঘটনায় যদি তাঁর দলের তরফ থেকে কোনও পদক্ষেপ গ্রহণ না করা হয় তবে তিনি দল ছেড়ে দেবেন।
আরও পড়ুন:- বাজারে ছেয়ে গিয়েছে ভেজাল রসুন, কীভাবে চিনবেন কোনটা খাঁটি? এক ক্লিকে জেনে নিন
মন্তেশ্বরের এই ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি জেলার বিজেপি নেতৃত্বও। জেলা বিজেপির সহ- সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, ‘মন্তেশ্বরের ঘটনা প্রমাণ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস দলে ’মাৎসন্যায়’ শুরু হয়ে গিয়েছে।’
আরও পড়ুন:- বাড়ি বাড়ি ফ্রিতে বিদ্যুৎ দিচ্ছে SBI. কারা এই সুবিধা পাবেন ? জেনে নিন