দল থেকে ইস্তফা দিলেন হেভিওয়েট তৃণমূল বিধায়ক ! ফের ভাঙ্গন শাসক দলে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- দল থেকে ইস্তফা দিলেন হেভিওয়েট তৃণমূল বিধায়ক ! গতকাল মুখ্যমন্ত্রীর সভা এড়িয়ে গিয়ে জল্পনা বাড়ান উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল। তিনি নিজের এলাকায় মুখ্যমন্ত্রীর সভায় সেই উত্তরপাড়ার বিধায়কের উপস্থিতি না থাকার নানা মহলে নানা রকম প্রশ্ন ওঠে। উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল গতকাল জানিয়ে দেন, যা বলার কাল সাংবাদিক বৈঠক করে বলব। এবার তিনি ছাড়লেন তৃণমূল দল।

bjp-tmc

প্রসঙ্গত প্রবীর ঘোষাল আগে বিধায়ক পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তিনি পরে ভাবেন এলাকায় বিধায়ক না থাকলে সাধারণ মানুষ নানা রকমের অসুবিধের মধ্যে পড়বে। তাই সেই কারণে তিনি বিধায়ক পদ ছাড়লেন না। কিন্তু তিনি দলের বিরুদ্ধে ক্ষোভ থেকে তৃণমূলের সকল পদ ছাড়লেন। আজ তিনি হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও তৃণমূল দলের কোর কমিটি থেকে নিজের নাম তুলে নেন। এরপর দলের বিরুদ্ধে মুখ খুলে অভিযোগ করেন গতকাল নাকি তাকে মুখ্যমন্ত্রীর মিটিংয়ে আমন্ত্রণ জানানো হয়নি।

আরো পড়ুন :- কড়া নিরাপত্তায় হবে বিধানসভা ভোট ! কড়া বার্তা কমিশনের

উলেখ্য তিনি সরাসরি তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। তিনি বলেন পিকে আসার পর থেকে দলে অশান্তি বেড়েছে। পিকে আসাতে কোনও লাভ হয়নি। তিনি রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের কথা বলেন, দলের যা খারাপ পরিবেশ তাতে তিনি থাকতে পারেন নি। তিনি  স্বচ্ছ ভাবমূর্তির মানুষ, উনি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।  প্রবীর ঘোষাল কি বিজেপিতে যোগ দিচ্ছেন ? সেটা নিয়ে এবার নানা জল্পনা।

Highlights

1. দল থেকে ইস্তফা দিলেন হেভিওয়েট তৃণমূল বিধায়ক !

2. প্রবীর ঘোষাল কি বিজেপিতে যোগ দিচ্ছেন ?

#BJP #TMC

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন