Bangla News Dunia, দীনেশ :- কর্নেল সোফিয়া কুরেশির (Colonel Sofiya Qureshi) ধর্মীয় পরিচয় নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বিজেপি নেতা (BJP leader) তথা আদিবাসী কল্যাণ মন্ত্রী (Tribal Welfare Minister) বিজয় শা (Vijay Shah)। আর এরপরই তীব্র কটাক্ষের মুখে পড়েন তিনি। কংগ্রেসের তরফে বিজয়কে রাজ্য মন্ত্রীসভা থেকে অপসারণের দাবিও তোলা হয়। অবশেষে বিপাকে পড়ে ক্ষমা চেয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এমনকি ‘দশবার’ ক্ষমা চাইতে প্রস্তুত বলেও জানিয়েছেন ওই বিজেপি নেতা। যদিও তাতেও খুব একটা লাভ হয়নি। কারণ বুধবার বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্ট।
আরো পড়ুন : বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ? কী বলছে রাজ্য সরকার
বিতর্ক বাড়তেই বিজয় বলেন, ‘বোন সোফিয়া জাতি ও ধর্মের ঊর্ধ্বে উঠে ভারতের গৌরব বয়ে এনেছেন। তিনি আমাদের নিজের বোনের চেয়েও বেশি সম্মানের। জাতির প্রতি তাঁর সেবার জন্য আমি তাঁকে স্যালুট জানাই। আমরা স্বপ্নেও তাঁকে অপমান করার কথা ভাবতে পারি না। তবুও যদি আমার কথা সমাজ ও ধর্মকে আঘাত করে থাকে, তাহলে আমি দশবার ক্ষমা চাইতে প্রস্তুত।’
আরও পড়ুন : সন্ত্রাস ও POK নিয়েই একমাত্র আলোচনা’, পাকিস্তানকে স্পষ্ট বার্তা মোদির
গত ২২ এপ্রিলের পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। এই অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন সিঁদুর’। এই সফল অভিযানের পর বিদেশসচিব বিক্রম মিস্রীর সঙ্গে সাংবাদিক বৈঠকে ‘অপারেশন সিঁদুর’-এর বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন কর্নেল সোফিয়া কুরেশি ও বায়ুসেনার উইং কমান্ডার ভ্যোমিকা সিং। এরপরই ‘অপারেশন সিঁদুর’-এর প্রশংসা করতে গিয়ে কর্নেল সোফিয়ার ধর্মীয় পরিচয় টেনে বিতর্কিত মন্তব্য করে বসেন বিজেপির মন্ত্রী বিজয় শা। তিনি বলেছিলেন, ‘যারা (জঙ্গিরা) আমাদের বোনদের বিধবা করেছিল, তাদের (জঙ্গিদের) শিক্ষা দিতে তাদেরই এক বোনকে পাঠানো হয়েছিল। ওরা আমাদের হিন্দু ভাইদের পোশাক খুলে ধর্মীয় পরিচয় যাচাই করে হত্যা করেছে। তাই মোদিজি ওদের সম্প্রদায়ের বোনকেই ওদের পোশাক খুলে উচিত শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন।’ নিজের মন্তব্যে কর্নেল সোফিয়াকে জঙ্গি সম্প্রদায়ের বোন বলে উল্লেখ করেই বিপাকে পড়েছেন বিজেপির এই মন্ত্রী বিজয় শা।
আরও পড়ুন : ফ্রি রেশন সামগ্রী পাওয়া বন্ধ হচ্ছে ? জানুন নতুন সিদ্ধান্তে কী বলছে সরকার