দাড়িয়ে প্রস্রাব করলে মারাত্বক বিপদ ! কেন জানেন ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :– দাড়িয়ে প্রস্রাব করলে মারাত্বক বিপদ ! বেশির ভাগ পুরুষই দাঁড়িয়ে দাড়িয়ে প্রস্রাব করেন। প্রস্রাব করার সময় পুরুষের এই একটি অভ্যাস অতি পরিচিত। কিন্তু জানেন কী, নানা গবেষণায় দেখা গিয়েছে দাঁড়িয়ে প্রস্রাব করার ফলে শরীরের জন্য মারত্মক ক্ষতি হয়। দাঁড়িয়ে প্রস্রাব করলে পুরুষের যে সব মারাত্মক ক্ষতি হয় তা জেনে নেওয়া যাক।

দেখুন একনজরে —-

১. দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাবের দূষিত সব পদার্থ গুলি মূত্রথলির নীচে গিয়ে জমা হয়। কিন্তু বসে প্রস্রাব করলে মূত্রথলিতে চাপ লাগে, ফলে সহজেই ওসব দূষিত পদার্থ শরীর থেকে সহজে বেরিয়ে যায়।

২. যদি দীর্ঘ দিন দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাবের বেগ ধীরে ধীরে অনেক কমতে থাকে।

৩. দাঁড়িয়ে প্রস্রাব করলে পেটের উপরের অংশে কোনও চাপ পড়ে না। ফলে দূষিত বায়ু স্বাভাবিক ভাবে বের হতে পারে না।

৪. সেগুলো শরীরের উপর দিকে উঠে যায়। এর ফলে শরীরের অস্থিরতা, রক্তচাপ, হৃদস্পন্দনের গতি বৃদ্ধি পায়।

৫. দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাবের দূষিত পদার্থগুলি শরীর থেকে পুরোপুরি বেরিয়ে যেতে পারে না। সেই গুলি মূত্রথলির নীচে গিয়ে জমা হয়।

৬. দীর্ঘদিন দাঁড়িয়ে প্রস্রাব করলে এই দূষিত পদার্থ গুলি জমতে জমতে কিডনিতে পাথর সৃ্ষ্টি করে।

৭. একাধিক গবেষণায় দেখা গিয়েছে, যাঁরা সারা জীবন দাড়িয়ে প্রস্রাব করেন, তাঁরা শেষ জীবনে ডায়াবেটিস, জন্ডিস বা মারাত্মক কোনো কিডনির অসুখে আক্রান্ত হন।

আরো পড়ুন :- করোনা কমাতে নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ ও প্রাণায়াম কতটা কার্যকরী ? শুরু পরীক্ষা

তাই বদলে নিন এই অভ্যাস, সুস্থ শরীরে বাঁচুন দীর্ঘদিন।

#Health #Urine

সবার কাছে অনুরোধ , সবাই মাস্ক পড়ুন আর স্বাস্থ্য বিধি মেনে চলুন ।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন