দাবানলের গ্রাসে ফ্রান্স ! দ্রুত ছড়াচ্ছে বিধ্বংসী আগুন, আহত কমপক্ষে ১০০

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ভয়াবহ দাবানলের কবলে ফ্রান্স (France Wildfire)। ইতিমধ্যেই ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইয়ের (Marseille) কাছে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে বিধ্বংসী আগুন। যার জেরে আহত হয়েছেন অন্তত ১০০ জন। পাশাপাশি শতাধিক লোককে সেখান থেকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।

আরো পড়ুন : সবাইকে নতুন বাড়ি তৈরি করে দিচ্ছে মোদী সরকার ! কিভাবে আবেদন জানাবেন ?

জানা গিয়েছে, মঙ্গলবার মার্সেই শহরের উত্তরে পেনেস-মিরাবেউয়ের কাছে আগুনের সূত্রপাত হয়। কিন্তু তীব্র বাতাস, শুষ্ক গাছপালা এবং খাড়া পাহাড়ের ঢালের কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ে। প্রায় ৮০০ দমকলকর্মী আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইলউ। কিন্তু আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলেই খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডাকা হয়েছে মেরিন ফায়ার ফাইটার ব্যাটালিয়নকে (Marine firefighter battalion)।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আহতদের মধ্যে নয়জন দমকলকর্মী (Firefighters) রয়েছেন। প্রায় ৪০০ জন বাসিন্দাকে ওই এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের বাড়ির ভেতরেই থাকার জন্য সতর্ক করে দিয়েছে। দাবানলের কারণে মার্সেইয়ের বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। যদিও কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর সেটি আংশিকভাবে পুনরায় খোলা হয়।

মার্সেইয়ের মেয়র বেনট পায়ানের মতে, এক পর্যায়ে এসে প্রতি মিনিটে ১.২ কিলোমিটার বেগে আগুন ছড়িয়ে পড়ে। ঘন জঙ্গল এবং তীব্র বাতাসের কারণে সেই আগুন নিয়ন্ত্রণে আনা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে বলেও জানিয়েছন তিনি। অন্যদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বর্তমানে ব্রিটেন সফরে রয়েছেন। তবে ক্ষতিগ্রস্ত মানুষ এবং দমকলকর্মীদের প্রতি সমর্থন জানিয়ে এক্স হ্যান্ডেলের পোস্টে লিখেছেন, ‘আমাদের প্রার্থনা আহত এবং সমস্ত বাসিন্দাদের সঙ্গে রয়েছে।’ ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী রিটেইলউ মঙ্গলবার সন্ধ্যায় মার্সেইতে পৌঁছে পরিস্থিতি মূল্যায়নের জন্য স্থানীয় আধিকারিকদের সঙ্গে দেখাও করেছেন।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন