Bangla News Dunia, দীনেশ : পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে তিরবিদ্ধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃতার নাম দোলনী সর্দার(৪০)। ঘটনায় শুক্রবার শোকের ছায়া নেমে আসে মুর্শিদাবাদের রানিতলা এলাকায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী রবিন মাল পলাতক। তাঁর খোঁজে পুলিশ চিরুনি তল্লাশি শুরু করেছে।
আরো পড়ুন : পরমাণু হামলায় কীরকম ক্ষতির সম্ভাবনা? জানুন
অভিযোগ, বচসা চলাকালীন অভিযুক্ত রবিন মাল ঘর থেকে তিরধনুক নিয়ে আসে এবং খুব কাছ থেকে দোলনীকে লক্ষ্য করে তির ছোড়ে। এরপরেই রবিন এলাকা ছেড়ে পালায়। স্থানীয় বাসিন্দারা ওই মহিলাকে উদ্ধার করে প্রথমে নশিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে চিকিৎসকের নির্দেশে তাঁকে মুর্শিদাবাদ মেডিকেলে স্থানান্তরিত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন:- দেশের সবচেয়ে শক্তিশালী ও বিপজ্জনক কমান্ডো কারা ? জেনে নিন
আদিবাসী ওই দম্পতি গত কয়েকবছর ধরে রানিতলা এলাকায় আমবাগানে ঘর তুলে ওই বাগানটি দেখাশোনার কাজ করতেন। এর পাশাপাশি বাড়তি রোজগারের জন্য তাঁরা ছাগল পালন করতেন। সম্প্রতি দোলনী সর্দার স্বামীকে না জানিয়ে একটি ছাগল বিক্রি করেছিলেন। সেই বিষয়কে কেন্দ্র করেই স্বামী-স্ত্রীর মধ্যে বচসা বাধে।
স্থানীয় বাসিন্দা মুরতুজ শেখ বলেন, ‘শুনলাম ছাগল বিক্রির টাকা নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হয়েছিল। তারপরই না কি উত্তেজিত হয়ে স্ত্রীকে তির ছুড়ে মারে রবিন।’ পুলিশ জানিয়েছে, একটি মামলা রুজু হয়েছে।
আরো পড়ুন : গর্বে বুক ভরে যাবে INS বিক্রান্তের সক্ষমতার কথায়, সমুদ্রের অতন্দ্র প্রহরী – অতীত ও বর্তমান