দাম্পত্য অশান্তির জের, হাসপাতাল চত্বরেই ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীকে খুনের চেষ্টা স্বামীর !

By Bangla News Dunia Dinesh

Published on:

murder , dead , khun

Bangla News Dunia, দীনেশ :- হাসপাতাল চত্বরে ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। নিরাপত্তারক্ষীদের তৎপরতায় কোনওক্রমে প্রাণে বাঁচলেন মহিলা। বীরভূমের (Birbhum) সিউড়ি সুপারস্পেশালিটি হাসপাতালের ঘটনা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত মহিলার নাম পূর্ণিমা লোহার। বাড়ি বীরভূমেরই মহম্মদবাজারের কাপিষ্ঠা গ্রামে। স্বামী অমর কর্মকারের বাড়ি একই থানার কুলেড়া গ্রামে। জানা গিয়েছে, বহুদিন ধরেই তাঁদের দাম্পত্য জীবনে অশান্তি চলছিল। বেশ কয়েক মাস আগে স্বামীর বাড়ি ছেড়ে পূর্ণিমা বাবার বাড়িতে চলে আসেন।

আরও পড়ুন:- প্রায় বারো হাজার শূন্যপদে নিয়োগ করছে এনটিপিসি, বেতন ৩৫,৪০০ টাকা। শীঘ্রই আবেদন করুন

মঙ্গলবার দুপুরে পূর্ণিমা তাঁর মাকে সঙ্গে নিয়ে হাসপাতালে চিকিৎসা করাতে গিয়েছিলেন। আচমকাই হাসপাতালে হাজির হন তাঁর স্বামী অমর। এরপরই ধারালো অস্ত্র নিয়ে স্ত্রীর উপর সে ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ। তাঁর গলায় ও বুকে একের পর এক আঘাত করতে থাকে। পূর্ণিমার চিৎকার শুনে ছুটে আসেন হাসপাতালের নিরাপত্তারক্ষীরা। তাঁরা অমরকে ধরে ফেলেন। জখম পূর্ণিমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অমর কর্মকারকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদিকে এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে হাসপাতাল চত্বরে। আহত পূর্ণিমার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে। হাসপাতাল সুপার প্রকাশ চন্দ্র বাগ বলেন, ‘নিরাপত্তারক্ষীরা তৎপরতার সঙ্গে মহিলাকে রক্ষা করেছেন। এখন মহিলার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আমরা আরও সিসিটিভির সংখ্যা বাড়াব।’ অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ (Suri Police)।

আরও পড়ুন:- ভারতের কঠোর পদক্ষেপে বাংলাদেশের ক্ষতি ৯৩৬৭ কোটি টাকা, বিস্তারিত জেনে নিন

আরও পড়ুন:- প্রস্টেট ক্যান্সার বাড়ছে, এই মারণ রোগের উপসর্গ কী? এক ক্লিকে জেনে নিন

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন