দিঘায় শুরু সিভিক ভলান্টিয়ার নিয়োগ ! দেখে নিন আবেদনের নিয়ম –

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে রাজ্যে যেন উৎসবের আমেজ। আর এই উৎসবের মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করলেন — দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। উদ্বোধনের পর থেকেই এই নতুন মন্দির রাজ্যের পর্যটন মানচিত্রে এক অনন্য সংযোজন হয়ে উঠেছে। প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় জমছে মন্দির চত্বরে।

আরও পড়ুন : ফ্রি রেশন সামগ্রী পাওয়া বন্ধ হচ্ছে ? জানুন নতুন সিদ্ধান্তে কী বলছে সরকার

কিন্তু এই ভিড় সামাল দেওয়াটা প্রশাসনের জন্য বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। ফলে রাজ্য সরকার দ্রুত সিদ্ধান্ত নেয় বেশকিছু সিভিক ভলান্টিয়ার নিয়োগের। ইতিমধ্যেই সেই অনুযায়ী সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং আবেদনের প্রক্রিয়াও শুরু হয়েছে। আপনি যদি এই পদের জন্য যোগ্য হন, তাহলে এই সুযোগ হাতছাড়া করবেন না!

কেন প্রয়োজন হল সিভিক ভলান্টিয়ার?

দিঘা বরাবরই রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। আর তার উপর যুক্ত হয়েছে জগন্নাথ মন্দির, যা আরও বেশি মানুষকে আকর্ষণ করছে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত জনবলের প্রয়োজনীয়তা দেখা দেয়। তাই দিঘা থানা ও মোহনা থানার আওতায় নিয়োগ করা হবে এই ১০০ জন সিভিক ভলান্টিয়ার

আবেদন করার নিয়ম ও সময়সীমা

  • আবেদনকারীরা দিঘা থানা বা দিঘা মোহনা থানায় গিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।
  • প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে আবেদন জমা দেওয়া যাবে।
  • আবেদনের শেষ তারিখ: ১৯ মে ২০২৫
  • শেষ তারিখের পর কোনও আবেদনপত্র গ্রহণ করা হবে না — বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে।

যোগ্যতা ও অন্যান্য শর্ত

এই পদে আবেদন করতে হলে কয়েকটি যোগ্যতা ও শর্ত পূরণ করতে হবে। দেখে নিন নিচের তালিকায়:

  1. অবশ্যই অষ্টম শ্রেণি পাশ হতে হবে।
  2. নূন্যতম বয়স হতে হবে ২০ বছর
  3. NCC, NSS, সিভিল ডিফেন্স বা কম্পিউটার জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
  4. আবেদনকারীর বিরুদ্ধে কোনও অপরাধমূলক রেকর্ড থাকা চলবে না।

পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই দুই থানায় বেশ কিছু আবেদন জমা পড়েছে। প্রতিক্রিয়া খুব ভালো পাওয়া যাচ্ছে বলেও তিনি জানান।

আরও পড়ুন : শীঘ্রই বালুচিস্তান হাতছাড়া হচ্ছে পাকিস্তানের, কি ‘খেলা’ শুরু করলো BLA ? জেনে নিন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন