‘দিঘার জগন্নাথ মন্দির দর্শন করতে চলেছেন সুকান্ত মজুমদার !’ কুণালের পোস্টে কিসের ইঙ্গিত

By Bangla News Dunia Dinesh

Published on:

sukanta

Bangla News Dunia, Pallab : জগন্নাথ মন্দিরের উদ্বোধনের (Digha Jagannath Mandir) দিন দিঘায় সস্ত্রীক হাজির হয়েছিলেন বঙ্গ বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ (BJP Leader Dilip Ghosh)। এবার কি দিলীপের পথে পা বাড়াচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (BJP MP Sukanta Majumdar)! তৃণমূল নেতা কুণাল ঘোষের ফেসবুক পোস্ট তেমন জল্পনাই উসকে দিল। সোমবার সকাল সকাল সুকান্তের হয়ে কলম ধরলেন কুণাল। লিখলেন বেশ কয়েক লাইন। তাঁর এই লেখা দেখে আমজনতার প্রশ্ন, তাহলে কি সুকান্ত মজুমদারও দিঘার জগন্নাথ মন্দির দর্শন করতে চলেছেন?

আরও পড়ুন : শীঘ্রই বালুচিস্তান হাতছাড়া হচ্ছে পাকিস্তানের, কি ‘খেলা’ শুরু করলো BLA ? জেনে নিন

এদিন সুকান্তের উদ্দেশে কুণাল (TMC Leader Kunal Ghosh) লেখেন, ‘সূত্রের খবর: দীঘায় প্রভু জগন্নাথদেবের মন্দিরে প্রণাম করতে খুব শিগগিরই যাবেন সুকান্ত মজুমদার নামে এক সাংসদ। তাঁর দল পূর্ব মেদিনীপুরে একটি কর্মসূচি নিচ্ছে। সেই উপলক্ষ্য করে গিয়ে ফেরার পথে প্রভুকে দর্শন করে আসবেন। যদি যান, বুঝবেন খবর ঠিক। যদি না যান, বুঝবেন তাহলেও খবর ঠিক। আগাম জানাজানি হওয়ায় আপাতত স্থগিত।’ (কুণালের ফেসবুকের বানান অপরিবর্তিত রেখে)

উল্লেখ্য, দিলীপ ঘোষ যখন দিঘায় গিয়েছিলেন কার্যত তাঁকে ধুয়ে দিয়েছিলেন সুকান্ত মজুমদার। তিনি বলেছিলেন, ‘মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) সঙ্গে দিলীপ ঘোষের সাক্ষাৎ দল অনুমোদন করে না। মুর্শিদাবাদে যেভাবে হিন্দুদের অত্যাচার হয়েছে, তারপর ওখানে যাওয়া মানে হিন্দুদের অবজ্ঞা করা। আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমরা যাব না। আমাদের অনেকেরই আমন্ত্রণ ছিল। উনি ব্যক্তিগতভাবে যেতেই পারেন।’ সেই সুকান্ত মজুমদারই দিঘার জগন্নাথ মন্দির দর্শন করার পরিকল্পনা করছেন? যদিও রাজনীতিতে অসম্ভব বলে কিছুই নেই। যেই দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কারণে অকারণে বেনজির আক্রমণ করেন, তাঁকে দেখা গেল মুখ্যমন্ত্রীর পাশে বসে খোশ গল্প করছেন। এবার যদি রাজ্য বিজেপি সভাপতির ক্ষেত্রেও এমন ছবি প্রকাশ্যে আসে, তা দেখেও হতবাক হবেন না বঙ্গবাসী। সম্প্রতি সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছিলেন, দিলীপ পথ দেখালেন, বিজেপির বাকি নেতারা ভবিষ্যতে একই পথেই হাঁটবেন। তাহলে কি বিকাশের অনুমানকে সত্যি করতে চলেছেন সুকান্ত? এর জবাব অবশ্য পাওয়া যায়নি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর পক্ষ থেকে।

আরও পড়ুন : মোবাইলের মাধ্যমে ডিজিটাল ডিজিট বা সার্র্থটিফিকেট তৈরি করার পদ্ধতি নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন