‘ দিদিমণি দিল্লি গেলেন , কলকাতাও লন্ডন থেকে ভেনিস হয়ে গেল ‘

By Bangla News Dunia Dinesh

Updated on:

Bangla News Dunia  , অজয় দাস :- রাজ্যের বিরোধী দলের তকমা হাসিল করেছে বিজেপি। ভোটের আগে মনে করা হচ্ছিলো তৃণমুলকে করা টক্কর দেবে বিজেপি। তবে তা হয়নি , কিন্তু আশা বাদী বিজেপির নেতারা। অনেকের মত ভোট বাক্সে গোলমাল করেছে তৃনমুল ফলেই এই বিরাট জয় পেয়েছে। তবে যাই হোকনা কেন তৃনমুল তৃতীয় বারের জন্য সরকার গঠন করেছে রাজ্যে। বারবারই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে কটাক্ষ করেন।

আরো পড়ুন : অবশেষে বাংলায় চালু হলো নতুন রেশন প্রকল্প , সুবিধা পাবেন সারা বাংলার মানুষ

এবার কলকাতার জল যন্ত্রনা নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার কথায় , লন্ডন নয় কলকাতা এখন ভেনিস। তিনি বলেন , ‘ দিদিমণি দিল্লি গেলেন , কলকাতাও লন্ডন থেকে ভেনিস হয়ে গেল ‘ এর আগে কলকাতা পৌরসভার বিদায়ী মেয়র ফিরাদ হাকিম যখন CBI হেফাজতে ছিলেন তখন তিনি দুঃখে বলেছিলেন কলকাতা জলে ভেসে যাচ্ছে। তাকে কলকাতাকে বাঁচাতে দিলোনা কেন্দ্র।

avilo home

দিলীপ ঘোষ ফিরাদ হাকিমকে কটাক্ষ করে বলেন , এখনতো তিনি বাড়িতেই আছেন। এখন কলকাতা ভাসছে কেন ? আসলে যাদের যোগ্যতা নেই তারা অন্যের উপর দোষ চাপাতে পারে। ইতি মধ্যেই কলকাতার মানুষরা তৃনমুলকে ভোট দেবার মাশুল পেয়ে গেছে।

আরো পড়ুন :- আগামীকাল থেকেই একাউন্ট – এ টাকা আসতে চলেছে

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা কিছুটা কমলেও ঢিলেমি দেবেন না । এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- ভারতকে বিরাট বড় OFFER দিলো রাশিয়া !

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন