দিলীপকে নিয়ে হেঁয়ালি করলেন বিজেপি-র নব্য রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দিলীপ ঘোষ কোথায় গিয়েছেন, যে ফিরবেন ? কিছুটা হেঁয়ালির সুরেই শনিবার বললেন নবনির্বাচিত বঙ্গ বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

গত বৃহস্পতিবার সাড়ম্বরে একাদশতম বিজেপি-র রাজ্য সভাপতি পদে অভিষেক হয়েছে শমীক ভট্টাচার্যর। মঞ্চে প্রাক্তন রাজ্য সভাপতিরা উপস্থিত থাকলেও ছিলেন না দিলীপ ঘোষ। আর এরপরেই রাজনৈতিক মহলে বিতর্কের সৃষ্টি হয়। তাহলে কি দলে এবার সত্যি সত্যি কোণঠাসা দিলীপ ঘোষ ? তাহলে কি দলে ক্রমশ গুরুত্ব হারাচ্ছেন প্রাক্তন রাজ্য সভাপতি ? এই ধরনের একাধিক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে রাজনীতির অলিন্দে।

রাজ্য সভাপতি হওয়ার পর থেকে একাধিক বার দিলীপ ঘোষকে নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে শমীক ভট্টাচার্যকে। রাজ্য সভাপতি হওয়ার পর এদিন প্রথম সাংবাদিক সম্মেলন ছিল শমীকের। সেখানেও দিলীপ ঘোষকে প্রশ্নের মুখোমুখি হতে হয় বিজেপির নব নিযুক্ত রাজ্য সভাপতিকে । দিলীপ ঘোষকে নিয়ে কী চিন্তা করছে দল ? এই প্রশ্নের উত্তরে শমীক স্পষ্ট ভাষায় কিছু উত্তর দেননি । তবে কিছুটা হেঁয়ালি করেই তিনি বলেন, “দিলীপ ঘোষ কোথায় গিয়েছেন, যে ফিরবেন ? তাঁর সঙ্গে কথা হয়নি সেটা কি করে জানলেন ? দিলীপ ঘোষ ছিলেন, দিলীপ ঘোষ আছেন এবং দিলীপ ঘোষ থাকবেন। দিলীপ ঘোষের বিষয় যা সিদ্ধান্ত নেওয়ার সেটা দল নেবে। দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর, ঠিক কাজে লাগানো হবে । দিলীপ ঘোষ কোথাও যাবেন না, উনি কোথাও যেতে পারেন না। যায়ে তো যায়ে কাঁহা ?”

আরও পড়ুন:- রাজ্যের মেয়েদের 25,000 টাকা করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা। জানুন কিভাবে আবেদন করতে হবে ?

রাজ্য সভাপতি হওয়ার পর দিলীপ ঘোষের সঙ্গে তাঁর দেখা হয়েছে কি না জিজ্ঞেস করায় ইঙ্গিতপূর্ণ হেঁসে বিজেপি-র নয়া রাজ্য সভাপতির উত্তর “সব হয়েছে।”

অন্যদিকে, রাজ্য সভাপতি হওয়ার অনুষ্ঠানে ডাক না-পেয়ে কিছুটা অভিমানী ছিলেন দিলীপ ঘোষ। তখন তিনি জানিয়ে ছিলেন, “আমন্ত্রণ পাইনি, তাই যায়নি।” তবে আজ দিলীপ ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “খুব শীঘ্রই শমীক ভট্টাচার্যর সঙ্গে আমার দেখা হবে। আগামিকাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জয়ন্তী। সেই কারণে আমি খড়গপুরে থাকব । তবে ফিরে এসেই দেখা করব।”

বৃহস্পতিবারই শমীক ভট্টাচার্য বলেছিলেন যে, তিনিও পুরাতন বিজেপি। তাই নতুন ও পুরাতনের মধ্যে কোনও ভেদাভেদ নেই । সকলেই একসঙ্গে একত্রে কাজ করবে। তবে ওয়াকিবহাল মহলের মতে, শমীক ভট্টাচার্যর সঙ্গে দিলীপ ঘোষের সাক্ষাৎটা শুধুই যে সৌজন্যমূলক, তেমনটা নয়।

বঙ্গ বিজেপি-র নয়া অধিনায়ককে নিয়ে বৃহস্পতিবার নির্লিপ্ত ছিলেন প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ ৷ এদিন দুর্গাপুর স্টিল টাউনশিপের রাস্তায় বিজেপির যুবমোর্চার কর্মীদের সঙ্গে নিয়ে মর্নিংওয়াকোর ফাঁকে শমীককে নিয়ে দিলীপ বলেন, “শমীকবাবু অনেকদিন ধরে দলে রয়েছেন ৷ আমাদের দলে যাঁকে যে দায়িত্ব দেওয়া হয় সেটা আমরা সকলেই মেনে চলি ৷”

আরও পড়ুন:- জুলাই মাসে ৫ রাশির ওপর শুক্রের কৃপা, রাতারাতি বড়লোক হওয়ার সম্ভাবনা আছে

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন