Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দিলীপ ঘোষের পাশে দাঁড়ালেন কুণাল ঘোষ ৷ দিলীপের হয়ে তৃণমূলের এই নেতা প্রশ্ন ছুঁড়ে দিলেন বিজেপি নেতৃত্বের দিকে ৷ জানতে চাইলেন দিলীপ ঘোষের জগন্নাথ মন্দির দর্শন নিয়ে যে বিজেপি নেতারা প্রশ্ন তুলছেন, তাঁরা কেমন হিন্দু ?
গত বুধবার অক্ষয় তৃতীয়া ছিল ৷ সেদিন উদ্বোধন করা হয় দিঘার জগন্নাথ মন্দিরের ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের এই সৈকত শহরে তৈরি হওয়া জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন ৷ সেই অনুষ্ঠান শেষ হওয়ার কয়েকঘণ্টা পর দিঘায় হাজির হন পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ ৷
তাঁকে মন্দিরের প্রধান দরজায় স্বাগত জানান রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস ও তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ তাঁদের সঙ্গেই স্ত্রী রিঙ্কু মজুমদারকে নিয়ে দিলীপ ঘোষ মন্দির চত্বর ঘুরে দেখেন ৷ পুজো দেন জগন্নাথদেবের কাছে ৷ এর পর তিনি মন্দিরের অতিথিশালায় যান ৷ সেখানে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ৷ বেশ কিছুক্ষণ মুখ্যমন্ত্রীর সঙ্গে আড্ডাও দিতে দেখা যায় মেদিনীপুরের প্রাক্তন সাংসদকে ৷
এই নিয়ে বুধবার সন্ধ্যা থেকে উত্তাল রাজ্য রাজনীতি ৷ সোশাল মিডিয়ায় বিজেপি নেতা-কর্মীদের একাংশ ক্ষোভ উগড়ে দেন দিলীপের বিরুদ্ধে ৷ মেদিনীপুরে বিজেপির জেলা পার্টি অফিসে বিক্ষোভ হয় ৷ বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে চা-চক্রে যোগ দিতে গিয়ে বিজেপি নেতা-কর্মীদের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হয় দিলীপ ঘোষকে ৷ তাঁর অনুগামী বলে পরিচিত বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সমিতকুমার মণ্ডলকে বিক্ষুব্ধ কর্মীদের হাতে আক্রান্ত হতে হয় ৷
এই পরিস্থিতিতে দিনভর সংবাদমাধ্যমের সামনে স্বমেজাজেই বিক্ষুব্ধদের প্রতি আক্রমণ শানাতে দেখা যায় দিলীপকে ৷ এই অবস্থায় বৃহস্পতিবার কুণাল ঘোষকেও দেখা গেল দিলীপের পাশে দাঁড়াতে ৷ দিঘার জগন্নাথ মন্দিরে দিলীপের যাওয়ার বিষয়টি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেটাকে অপ্রয়োজনীয় বলে মনে করছেন এই তৃণমূল নেতা ৷ তিনি মনে করেন, বিজেপি নেতারা এই বিতর্ক তৈরি করে দিলীপ ঘোষকে নিয়ে রাজনীতি করছেন ৷
এই প্রসঙ্গেই কুণাল প্রশ্ন তুলেছেন, বিজেপি নেতারা নিজেদের সনাতনী বলে দাবি করেন ৷ অথচ জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষের আশা নিয়ে আপত্তি তুলছেন ৷ সমালোচনা করছেন ৷ তাহলে এই নেতারা কেমন হিন্দু ? একই সঙ্গে কুণাল মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপ ঘোষের সাক্ষাৎ নিয়েও ৷ তাঁর দাবি, মমতা ও দিলীপের মধ্যে কোনও রাজনৈতিক আলোচনা হয়নি ৷ পুরোটাই অরাজনৈতিক ছিল ৷
বিজেপি নেতারা কেন দিলীপ ঘোষের সমালোচনা করছেন, সেই ব্যাখ্য়াও দিয়েছেন কুণাল ৷ তাঁর দাবি, পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের বুঝতে হবে যে দিলীপ ঘোষ ওই দলের একজন সফল সভাপতি । তাঁর সভাপতিত্বে বিজেপি ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে । এটাই তাঁর সমালোচনার মূল কারণ ।
কুণাল ঘোষ তৃণমূলের একজন নেতা৷ আর দিলীপ ঘোষ বিজেপি নেতা ৷ সেক্ষেত্রে দিলীপ ঘোষের হয়ে কেন সওয়াল করছেন তৃণমূলের কুণাল ? এই প্রশ্ন যে উঠবে, সেটা তিনি বিলক্ষণ জানেন ৷ সেই কারণেই সম্ভবত ব্যাখ্যাও দিয়ে রেখেছেন কুণাল ৷ তাঁর কথায়, রাজনৈতিকভাবে দিলীপ ঘোষের সঙ্গে তৃণমূলের মতপার্থক্য ছিল ৷ আছে ও ভবিষ্যতেও থাকতে পারে ৷ তবে ব্যক্তিগতভাবে দিলীপের সঙ্গে তাঁর কোনও মতপার্থক্য নেই বলেই কুণাল জানিয়েছেন ।
আরও পড়ুন:- পরমাণু বোমা নিয়ে মিথ্যা তথ্য,পাকিস্তানের ঢোল ফেটে গেল। জানতে বিস্তারিত পড়ুন
আরও পড়ুন:- এবার ChatGPT-তেই হবে শপিং! কিভাবে ? জানতে বিস্তারিত পড়ুন