‘দিল্লিতে রয়েছেন প্রধানমন্ত্রী’, কংগ্রেসের ‘গায়েব’ তত্ত্ব প্রত্যাখ্যান করে বললেন ফারুক আবদুল্লা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : প্রধানমন্ত্রী নিখোঁজ নন, দিল্লিতে রয়েছেন। এবার কংগ্রেসের ‘গায়েব’ তত্ত্ব প্রত্যাখ্যান করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লা (Farooq Abdullah)।

আরও পড়ুন : হার্ট অ্যাটাকের আগে ৭টি সংকেত দেয় আমাদের শরীর, বুঝতে পারলে জীবন বাঁচবে

পহেলগাঁও জঙ্গি হামলার পর (Pahalgam Attack) সর্বদল বৈঠকে হাজির ছিলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এমন একটি জরুরি বৈঠকে মোদির গরহাজির নিয়ে প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর মুন্ডুহীন ছবি পোস্ট করেছিল কংগ্রেস (Congress)। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘গায়েব।’ কংগ্রেসের এই পোস্ট নজর কাড়ে পাকিস্তানের (Pakistan)। প্রাক্তন পাক মন্ত্রী ফাওয়াদ আহমেদ হুসেন চৌধুরী এই পোস্ট শেয়ার করেন। সঙ্গে লেখেন, ‘গাধার মাথা থেকে শিং হারিয়ে যাওয়ার কথা শুনেছিলাম। এখানে মোদি নিজেই নিখোঁজ হয়ে গিয়েছেন। দুষ্টু কংগ্রেস।’ এরপর এই ইস্যুতে কংগ্রেসকে একহাত নিয়ে বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া (BJP) পালটা দাবি করে বলেন, “কংগ্রেস পাকিস্তানের সমর্থক। এদের ‘লস্কর-ই-পাকিস্তান’ বললেও ভুল বলা হবে না।” যদিও পরবর্তীতে পোস্টটি ডিলিট করে দেয় কংগ্রেস।

এই রাজনৈতিক তরজার আবহেই এবার মুখ খুললেন ফারুক আবদুল্লা। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কোথায় নিখোঁজ? আমি জানি তিনি দিল্লিতে আছেন।’ সেই সঙ্গে কেন্দ্রের পাশে থাকার বার্তা দিয়ে তিনি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে আমাদের পূর্ণ সমর্থন জানিয়েছি। এরপর আমাদের এই ধরনের প্রশ্ন করা উচিত নয়। প্রধানমন্ত্রীর যা কিছু প্রয়োজন, তা করা উচিত।’ সেই সঙ্গে পাকিস্তানকে কটাক্ষ করে আবদুল্লা বলেন, ‘ভারত কখনও কাউকে প্রথমে আক্রমণ করেনি। সবকিছু সেখান থেকেই (পাকিস্তান) শুরু হয়েছিল, এবং আমরা প্রতিক্রিয়া জানিয়েছিলাম। আজ আমরা ওদের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করব না। তবে যদি ওরা পরমাণু অস্ত্র ব্যবহার করে তবে ওদের জবাব দেওয়ার জন্য আমাদেরও তা প্রস্তুত রয়েছে। কিন্তু ঈশ্বর যেন কখনও এমন পরিস্থিতি তৈরি না করেন।’

আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন