Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ২০২৫ সালের বাজেটের আগে স্বস্তিতে শেয়ার বাজারে লগ্নিকারীরা। বাজেটের আগের দিন দেশের স্টক এক্সচেঞ্জের প্রধান দুই সূচক সেনসেক্স ও নিফটি৫০ বেড়েছে ১ শতাংশের আশপাশে। চলতি সপ্তাহের প্রথম দিন অনেকটা কমেছিল দুই সূচকের পয়েন্ট। কিন্তু মঙ্গলবার থেকেই তা ঘুরে দাঁড়িয়েছে। এর পর টানা চার দিন পজ়িটিভ রয়েছে সেনসেক্স, নিফটি-র গ্রাফ। যা দেখে আশা জাগছে স্টক মার্কেট লগ্নিকারীদের। প্রতি সপ্তাহে শুক্রবার ট্রেডিং হয়ে বন্ধ হয়ে যায় শেয়ার বাজার। কিন্তু বাজেটের কারণে শনিবার খোলা থাকবে শেয়ার বাজার। বাজেটের দিন বিভিন্ন স্টকের পারফরম্যান্স কেমন হয়, সে দিকেই এখন নজর লগ্নিকারী থেকে বাজার বিশেষজ্ঞদের।
বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স শুক্রবার ৭৪০ পয়েন্ট বেড়ে রয়েছে ৭৭ হাজার ৫০০ পয়েন্টে। এ সপ্তাহের শুরুতে সেনসেক্স ছিল ৭৫ হাজার ৭৯৫ পয়েন্টে। গত পাঁচ দিনে সেনসেক্স বেড়েছে ১ হাজার ৭০৫ পয়েন্ট। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি৫০ শুক্রবার ২৫৯ পয়েন্ট বেড়ে হয়েছে ২৩ হাজার ৫০৮। গত পাঁচ ট্রেডিং সেশনে নিফটি৫০ বাড়ল ৫৪০ পয়েন্ট।
শুক্রবার নিফটি ব্যাঙ্ক, নিফট আইটি বেড়েছে ০.৫৬ শতাংশ। নিফটি মিডক্যাপ৫০ এবং নিফটি স্মলক্যাপ৫০ ১.৮৭ শতাংশ বেড়েছে। বিএসই মিডক্যাপ ইনডেক্স শুক্রবার ১.৭৬ শতাংশ বেড়েছে। নিফটি অটো, নিফটি ফিনান্সিয়াল সার্ভিস, নিফটি এফএমসিজি, নিফটি মেটাল-এর মতো একাধিক সূচক বাজেটের আগের দিন গেন করেছে।
ইকোনমিক সার্ভের রিপোর্টে বলা হয়েছে, আগামী দিনে শেয়ার বাজারের সমস্ত সেক্টরই কমবেশি গ্রোথের রাস্তায় থাকবে। এই পূর্বাভাস দেখে চাঙ্গাভাব বজায় রয়েছে বিভিন্ন সেক্টোরাল ইনডেক্সে। ইকোনমিক সার্ভের রিপোর্ট দেখে অনেক বিশেষজ্ঞই বেশ কয়েকটি সেক্টরের উল্লেখ করেছেন। যেগুলি আগামী দিনে বৃদ্ধির পথে থাকতে পারে। বাজেটের দিনে কোন কোন সেক্টরের স্টকে লগ্নি করা যেতে পারে, তাও জানিয়েছেন বিশেষজ্ঞরা। ব্যাঙ্কিং, রিয়েল এস্টেট, ইনফ্রাস্ট্রাকচার, অটো, ক্যাপিটাল গুডস, এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরের স্টকে নজর রাখার পরামর্শ দিয়েছেন মার্কেট এক্সপার্ট অংশুল জৈন।
(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)
আরও পড়ুন:– কুম্ভের মতো দুর্ঘটনা বাংলায় হলে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলত বিজেপি, কটাক্ষ অভিষেকের
আরও পড়ুন:– কলকাতা সিটি সিভিল কোর্টে প্রচুর কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন