‘দেশবিরোধী তথ্য পাচার করেছি পাকিস্তানে’, জেরায় একাধিক তথ্য ‘স্বীকার’ ইউটিউবার জ্যোতির !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , দীনেশ :- ‘আমি দেশবিরোধী তথ্য পাকিস্তানকে পাচার করেছি।’ জেরায় স্বীকার করল ইউটিউবার জ্যোতি মালহোত্রা (YouTuber Jyoti Malhotra)!

সূত্রের খবর, হরিয়ানার (Haryana) বাসিন্দা জ্যোতি তদন্তকারী অফিসারদের সামনে পাকিস্তানের হয়ে চরবৃত্তির কথা স্বীকার করে নিয়েছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, পাকিস্তান হাইকমিশনের অফিসার দানিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত বলে তদন্তকারীদের জানিয়েছে জ্যোতি। বিবৃতিতে সে বলেছে, ‘ট্রাভেল উইথ জো’ নামে তার একটি ইউটিউব চ্যানেল আছে। পাসপোর্ট আছে। ২০২৩ সালে সে দিল্লির পাকিস্তান হাইকমিশন অফিসে গিয়েছিল। সেখানে ভিসার জন্য যেতে হয়েছিল।

আরও পড়ুন:- ভারতের কঠোর পদক্ষেপে বাংলাদেশের ক্ষতি ৯৩৬৭ কোটি টাকা, বিস্তারিত জেনে নিন

আরও পড়ুন:- প্রস্টেট ক্যান্সার বাড়ছে, এই মারণ রোগের উপসর্গ কী? এক ক্লিকে জেনে নিন

সে আরও জানায়, সেখানে তার সঙ্গে পরিচয় হয় আহসান-উর-রহিমের। যার ডাকনাম দানিশ। দানিশ ও জ্যোতি পরস্পরের মোবাইল নম্বর আদান-প্রদান করে। এরপর থেকে তাদের মধ্যে কথাবার্তা চলত। জ্যোতি দুবার পাকিস্তানে (Pakistan) গিয়েছিলে। সেখানে তার সঙ্গে যোগাযোগ করে আলি হাসান নামে এক ব্যক্তি। যে কিনা দানিশের পরিচিত এবং দানিশেরই অনুরোধে তাদের যোগাযোগ হয়। আলি হাসান সেখানে তার সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা ও ইতালীয় গোয়েন্দাদের পরিচয় করিয়ে দেয়। পরিচয় হয় শাকির ও রানা শাহবাজের সঙ্গে। শাকিরের মোবাইল নম্বরও নেয় সে। তার নাম জাট রাধাওয়ান নামে সেভ করে জ্যোতি, যাতে কেউ তাকে সন্দেহ না করে। এরপর সে ভারতে ফিরে আসে। ফিরে এলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কথোপকথন চলত তাদের। ভারতের বিভিন্ন তথ্য দিতে শুরু করে জ্যোতি। পহেলগাঁও হামলার আগেও নাকি সেখানে গিয়েছিল জ্যোতি। ফলে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নেপথ্যে তার কোনও ভূমিকা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:- এই শেয়ারের দাম টানা ৫ দিন ধরে বেড়ে চলেছে, ১৮৯% মুনাফা বৃদ্ধি। জেনে নিন

আরও পড়ুন:- প্রায় বারো হাজার শূন্যপদে নিয়োগ করছে এনটিপিসি, বেতন ৩৫,৪০০ টাকা। শীঘ্রই আবেদন করুন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন