দেশের সবচেয়ে শক্তিশালী ও বিপজ্জনক কমান্ডো কারা ? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-  আপনি  কি জানেন দেশের সবচেয়ে বিপজ্জনক ফোর্স  কোনটিকে বলা হয়?

ভারতে ৩টি কমান্ডো বাহিনী রয়েছে।

আসুন জেনে নেওয়া যাক এই তিন বাহিনীর মধ্যে কে সবচেয়ে বিপজ্জনক কমান্ডো।

দেশের সবচেয়ে বিপজ্জনক কমান্ডোরা হলেন ব্ল্যাক ক্যাট কমান্ডো বা NSG কমান্ডো।

এনএসজি কমান্ডোদের একটাই স্লোগান- “One for all, all for one”।

ভারতের এনএসজি কমান্ডোদের তুলনা করা হয় ইজরায়েল, আমেরিকা, রাশিয়া এবং ফ্রান্সের কমান্ডোদের সঙ্গে।

এশিয়ার অন্য কোনও বাহিনী ভারতের এনএসজি কমান্ডোদের সমকক্ষ পতে পারেনি।

এর পরে আসে গরুড় কমান্ডোদের পালা। এঁরা  শত্রুর আকাশসীমা আক্রমণ, শত্রুর রাডার এবং অন্যান্য সরঞ্জাম ধ্বংস এবং বিশেষ যুদ্ধ ও উদ্ধার অভিযান পরিচালনার জন্য কাজ করে।

তৃতীয় স্থানে রয়েছে প্যারা কমান্ডোরা যারা বিমান যুদ্ধের জন্য প্রশিক্ষিত।

তাঁদের কাজ হলো বিশেষ অভিযান পরিচালনা করা, যার মধ্যে রয়েছে সন্ত্রাসবিরোধী অভিযান, অপহৃত উদ্ধার, সরাসরি পদক্ষেপ, বিশেষ নজরদারি এবং অপ্রচলিত যুদ্ধ।

আরও পড়ুন:- আর ২৫ বছর বাঁচতে পারলেই অমর হয়ে যাবে মানুষ ? গবেষণায় চাঞ্চল্য

 

 

 

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন