দেশের সুরক্ষায় কাজ করছে 10টি স্যাটেলাইট, জানালেন ইসরোর চেয়ারম্যান

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দেশ তথা দেশবাসীর সুরক্ষায় কমপক্ষে 10টি স্যাটেলাইট দিনরাত কাজ করে চলেছে ৷ ভারত-পাকিস্তান সংঘাতের আবহে এমনটাই জানালেন ইসরোর চেয়ারম্যান ড: ভি নারায়ণন ৷ মণিপুরের ইম্ফলে কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে এ কথা জানান ইসরোর চেয়ারম্যান ৷

তিনি বলেন, “দেশের সুরক্ষা নিশ্চিত করতে চাইলে, আমাদের স্যাটেলাইটের সাহায্য় নিতে হবে ৷ 7 হাজার কিলোমিটার বিস্তৃত সমুদ্র উপকূলীয় এলাকা পর্যবেক্ষণ করতে হবে ৷ স্যাটেলাইট ও ড্রোন প্রযুক্তি ছাড়া এই বিষয়ে কোনও সাফল্য অর্জন করা সম্ভব নয় ৷”

তিনি জানান, দীর্ঘদিন ধরে এই সমস্ত কৃত্রিম উপগ্রহের মাধ্যমে কৃষিক্ষেত্র, টেলি-শিক্ষা, টেলি-মেডিসিন, টেলিভিশন সম্প্রচার, আবহাওয়ার পূর্বাভাস, পরিবেশ, খাদ্য এবং সর্বোপরি দেশের নিরাপত্তা ও কৌশলগত ক্ষেত্রে দেশবাসীর স্বার্থে কাজ করে চলেছে ইসরো ৷ এককথায়, মহাকাশ শক্তির দিক থেকে ভারত ক্রমশ বিশ্বে নিজের আলাদা জায়গা করে নিয়েছে ৷ আগামী 2040 সালের মধ্য়ে দেশের নিজস্ব মহাকাশ স্টেশন থাকবে বলেও জানান ইসরোর চেয়ারম্যান ৷

দীর্ঘ 3 দিনের সংঘাতের পর শনিবার সমঝোতার কথা ঘোষণা করে ভারত ও পাকিস্তান ৷ সামগ্রিক পরিস্থিতি নিয়ে সোমবার বিকেলে বৈঠক করেন দুই দেশের ডিজিএমও ৷ এই আবহে ইসরোর চেয়ারম্যান জানান, মহাকাশ বিজ্ঞানে 9টি ক্ষেত্রে বিশ্বে প্রথম স্থান অধিকার করে রয়েছে ভারত ৷ ইসরোর চেয়ারম্যানের কথায়, “এখনও পর্যন্ত 34টি দেশের 433টি কৃত্রিম উপগ্রহ ভারত থেকে মহাকাশে পাঠানো হয়েছে ৷ চন্দ্রযান-1 মিশনে চাঁদের মাটিতে জলের সন্ধান পাওয়া গিয়েছে ৷ বিশ্বের প্রথম রাষ্ট্র হিসেবে এই সাফল্য পেয়েছে ভারত ৷” এরপরই দেশের সুরক্ষা ও নিরাপত্তার প্রসঙ্গ তুলে ধরেন তিনি ৷ ইসরো প্রধানের কথায়, কৃত্রিম উপগ্রহগুলির কৌশলগত লক্ষ্য হল দেশের নিরাপত্তা নিশ্চিত করা ৷

মহাকাশ বিজ্ঞানে ভারতের অগ্রগতির প্রসঙ্গ তুলে ধরেন ইসরোর চেয়ারম্যান ৷ তিনি জানান, জি20 দেশগুলির জন্য একটি কৃত্রিম উপগ্রহ তৈরি করা হচ্ছে ৷ এই উপগ্রহের সাহায্য়ে বায়ুদূষণ ও জলবায়ুর পরিবর্তনের উপর নজর রাখা হবে ৷ তিনি বলেন, “1975 সাল পর্যন্ত ভারতে কোনও স্যাটেলাইট প্রযুক্তি ছিল না ৷ সেই কারণে বিশ্বের বাকি উন্নত দেশগুলির থেকে মহাকাশ বিজ্ঞানে প্রায় 70 বছর পিছিয়ে পড়ে ভারত ৷” তবে, বর্তমানে পরিস্থিতিতে বহু পরিবর্তন হয়েছে বলে মত ইসরোর চেয়ারম্যানের ৷ তাঁর কথায়, “স্বাধীনতার পর থেকে মহাকাশ বিজ্ঞানে দেশের অগ্রগতি অতুলনীয় ৷”

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা নিয়ে দুঃসংবাদ। জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন