দেশে অনেকটাই কমল করোনার দৈনিক সংক্রমণ ! বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- দেশে অনেকটাই কমল করোনার দৈনিক সংক্রমণ ! গত শনি ও রবিবার করোনা সংক্রমণ ৩০ হাজারের উপরে ছিল। কিন্তু গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা কমে গিয়েছিলো ২৭ হাজারের ঘরে। এবার গত ২৪ ঘণ্টায় তা আরও অনেক কমে হয়েছে ২২ হাজার। ভারতে করোনা সংক্রমণ ছড়ানোর পর থেকে শেষ জুলাই মাসে এত কম আক্রান্ত দেখা গিয়েছিল। এর ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৯ লক্ষ পেরিয়ে গিয়েছে। কিন্তু এদিনও দৈনিক সুস্থতা অনেকটা বেশি ছিল তাই অনেকটাই কমেছে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা।

আরোগ্য সেতু নিয়ে হ্যাকারের হুঁশিয়ারি

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দৈনিক বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ হাজার ৬৫ জন আক্রান্ত হয়েছেন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা ৯৯ লাখ ৬ হাজার ১৬৫ জন। এছাড়াও স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৩৫৪ জনের মৃত্যু হয়েছে। তাই সারা দেশে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৭০৯ জন। ভারতে মৃত্যুহার ১.৪৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৪৭৭ জন।  মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৯৪ লাখ ২২ হাজার ৬৩৬ জন। দেশে মোট সুস্থতার হার ৯৫.১২ শতাংশ।

আরো পড়ুন :- করোনা টিকার জন্য আবেদন করা যাবে অনলাইনে ! আসছে মোবাইল অ্যাপ

তবে যে হারে রোজ অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা কমছে তাতে মনে করা হচ্ছে যে ভ্যাকসিন আসার আগেই অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এই মহামারী। কিন্তু মাস্ক পরতে হবেই।

Highlights

1. দেশে অনেকটাই কমল করোনার দৈনিক সংক্রমণ !

2. কিন্তু মাস্ক পরতে হবেই

#Corona #Health

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন