দেশে ছড়াচ্ছে ভয়ঙ্কর নিপা ভাইরাস, সংক্রমিত হওয়ার লক্ষণ কি কি ? জেনে রাখুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কেরালার দুটি জেলায় নিপা ভাইরাসের ঘটনা ঘটেছে । তারপর থেকে, কেরালার স্বাস্থ্য বিভাগ সতর্ক রয়েছে এবং এই মারাত্মক রোগ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে ।

নিপা ভাইরাস কী ?

নিপা ভাইরাস (NiV) একটি মারাত্মক জুনোটিক ভাইরাস যা প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে । এই ভাইরাসটি প্রথম 1999 সালে মালয়েশিয়ার শূকরদের শরীরের মধ্যে পাওয়া গিয়েছিল । তারপর থেকে, দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে এই ভাইরাসের হৃদিশ পাওয়া গিয়েছে । এই ভাইরাস মানুষের জন্য মারাত্মক হতে পারে কারণ এটি এনসেফালাইটিস, শ্বাসকষ্ট এবং এমনকি মৃত্যুর কারণ হতে পারে ।

চিকিৎসকদের মতে, প্রথমে পশু থেকে এই ভাইরাস মানুষের মধ্যে আসে । যে মানুষের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে, সেই মানুষের সংস্পর্শে আসা অন্য মানুষের মধ্যেও এই ভাইরাসের সংক্রমণ ঘটে ।

নিপা ভাইরাস কীভাবে ছড়ায় ?

নিপা ভাইরাস মূলত ফলদায়ক বাদুড়ের মাধ্যমে ছড়ায় । এই বাদুড় ফল খায় এবং এই ভাইরাস তাদের লালা বা প্রস্রাবের সংস্পর্শে এলে মানুষের শরীরে প্রবেশ করে । এছাড়াও এটি শূকরের মাধ্যমেও ছড়াতে পারে ।

গবেষণায় জানা গিয়েছে, মানুষের ক্ষেত্রেও এই ভাইরাস একজন থেকে অন্যজনে ছড়িয়ে পড়তে পারে, বিশেষ করে আক্রান্ত ব্যক্তির শরীরের তরল পদার্থ, যেমন লালা, কাশি, ঘাম, প্রস্রাবের সংস্পর্শে এসে । তাই, নিপা ভাইরাসে আক্রান্ত রোগীদের আলাদা করা গুরুত্বপূর্ণ ।

নিপা ভাইরাসের লক্ষণ (Symptoms of Nipah virus):

সংক্রমণের 5-14 দিনের মধ্যে নিপা ভাইরাসের লক্ষণ দেখা দেয় । কিছু ক্ষেত্রে, এটি মারাত্মকও হতে পারে ৷ যার লক্ষণগুলি এরকম হতে পারে:

খুব জ্বর এবং মাথাব্যথা, পেশীতে ব্যথা এবং দুর্বলতা, মাথা ঘোরা এবং বমি, গলা ব্যথা এবং কাশি, শ্বাসকষ্ট ৷

এছাড়াও বিভ্রান্তি বা মানসিক ভারসাম্যহীনতা, কোমা বা মৃত্যুও হতে পারে ৷

নিপা ভাইরাস প্রতিরোধের ব্যবস্থা:

এখনও পর্যন্ত নিপা ভাইরাসের জন্য কোনও ওষুধ বা টিকা তৈরি হয়নি ৷ তাই সতর্কতা এবং প্রতিরোধই এর সর্বোত্তম চিকিৎসা । এটি এড়াতে:

বাদুড়ের সংস্পর্শ এড়িয়ে চলুন: বিশেষ করে যেসব এলাকায় নিপা ভাইরাসের ঘটনা ঘটেছে সেখানে ।

খাওয়ার আগে ফল ভালো করে ধুয়ে নিন: খোলা ফল পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন এবং কাটা ফল খাবেন না ।

সংক্রামিত ব্যক্তিদের থেকে দূরে থাকুন: যদি কারো নিপা ভাইরাসের লক্ষণ থাকে, তাহলে তাদের থেকে দূরত্ব বজায় রাখুন ।

শূকর এবং অন্যান্য প্রাণীর ব্যাপারে সতর্ক থাকুন: যেখানে নিপা ভাইরাস ছড়িয়ে পড়েছে সেখানে পশুদের সংস্পর্শে আসা এড়িয়ে চলুন ।

স্বাস্থ্যবিধি মেনে চলুন: সাবান দিয়ে হাত ধুয়ে স্যানিটাইজার ব্যবহার করুন ।

ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন: যদি নিপা ভাইরাসের মতো লক্ষণ দেখা যায়, তাহলে অবিলম্বে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন ।

https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC6409114/

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)

আরও পড়ুন:- সরকারি কর্মীদের জন্য সুখবর! বেতন বাড়তে চলেছে ৩০-৪০ শতাংশ।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন