Bangla News Dunia, Pallab : ‘দেশে জঙ্গি ঢুকিয়ে যুদ্ধ যুদ্ধ নাটক করছে কেন্দ্র’। জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা (Pahalgam Terror Attack) নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে (BJP) বেলাগাম আক্রমণ করলেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ (TMC MP) কীর্তি আজাদ (Kirti Azad)।
আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !
শনিবার দুর্গাপুরে নিজের বাসভবনে এক সাংবাদিক বৈঠক করেন কীর্তি আজাদ। সেখান থেকেই বিজেপি সরকারকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, “দেশের ইন্টেলিজেন্স বিভাগ পুরোপুরি ব্যর্থ। আর কোনও কিছু হলেই বিজেপি বাংলায় বাংলাদেশিদের অনুপ্রবেশ নিয়ে রাজ্যের সমালোচনা করে। এদিকে, দেশে জঙ্গি ঢুকিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ নাটক করছে বিজেপি। আসলে সবটাই ‘টাই টাই ফিস ফিস’, ‘ঠনঠন গোপাল’।”
এখানেই থামেননি তৃণমূল সাংসদ। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে আজাদ বলেন, ‘প্রধানমন্ত্রী পহেলগাঁওয়ে যেতে পারলেন না। কাশ্মীর ইস্যুতে সর্বদলীয় বৈঠকে থাকতে পারলেন না। অথচ বিহারে গিয়ে সভায় বক্তব্য রাখলেন সে রাজ্যের বিধানসভা ভোটের জন্যে। এর চেয়ে লজ্জার আর কী হতে পারে? পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে এত দেরি কিসের? কেন ব্যর্থ গোয়েন্দা বিভাগ?’
মূলত পহেলগাঁওয়ের ঘটনার পর ভারতের কড়া প্রতিশোধের জন্য মুখিয়ে রয়েছে দেশবাসী। ভারত ইতিমধ্যেই কূটনৈতিক কিছু পদক্ষেপ নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। পালটা পাকিস্তানও কিছু পদক্ষেপ করেছে। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। কিন্তু এখনও পর্যন্ত সেরকম কিছু পদক্ষেপ নেওয়া হয়নি। এদিকে, দেশের নিরাপত্তাবাহিনীর জোরদার তল্লাশি অভিযান জারি থাকলেও এখনও অধরা মূল হামলাকারীরা। এই পরিস্থিতিতেই এবার একাধিক প্রশ্ন তুলে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন তৃণমূল সাংসদ।
এদিনের সাংবাদিক বৈঠকে নিজের এক বছরের কাজের খতিয়ানও তুলে ধরেন কীর্তি আজাদ। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে তিনি বলেন, ‘২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় হেরে যাওয়ার পর থেকে বিজেপি বাংলায় সমস্ত উন্নয়নমূলক কাজে অন্তরায় তৈরি করছে। ন্যায্য প্রাপ্য থেকে বাংলাকে বঞ্চিত করছে কেন্দ্রের বিজেপি সরকার। সেজন্য বন্ধ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি খোলার ব্যাপারে লোকসভায় প্রশ্ন করার পরেও কোনও সদুত্তর মেলে না।’ রাজ্যের পঞ্চায়েত সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারও এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়