Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মহারাষ্ট্রে ফের উদ্বেগ বাড়াচ্ছে কোভিড-১৯। রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে রাজ্যে কোভিড-১৯ সংক্রান্ত দুটি মৃত্যুর খবর মিলেছে। উভয় ঘটনাই ঘটেছে মুম্বইয়ে। বিশেষজ্ঞরা বলছেন, দু’জন মৃতই সহ-রোগে আক্রান্ত ছিলেন। এক জনের ছিল নেফ্রোটিক সিনড্রোম ও হাইপোক্যালসেমিয়ার খিঁচুনি, অন্যজন ক্যানসার রোগী ছিলেন।
রাজ্য স্বাস্থ্য দফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত মোট ৬,০৬৬টি সোয়াব নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ১০৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। সংক্রামিতদের মধ্যে ১০১ জন মুম্বইয়ের বাসিন্দা। বাকি ৫ জন পুনে, থানে ও কোলহাপুর জেলার।
বর্তমানে রাজ্যে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৬৮। এর মধ্যে ৫২ জনের লক্ষণ হালকা এবং তারা বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। ১৬ জনকে ভর্তি রাখা হয়েছে হাসপাতালে।
আরও পড়ুন:- দিনে মাত্র এত পা হাঁটলে ১৩ ধরনের ক্যান্সারের ঝুঁকি কমে যায়, বলছে গবেষণা
স্বাস্থ্য বিভাগ জানায়, “মহারাষ্ট্র ছাড়াও অন্যান্য রাজ্য এবং বিশ্বের কিছু দেশেও কোভিড সংক্রমণ ফের বাড়ছে। তাই সতর্কতা অবলম্বন করাই এই মুহূর্তে সবচেয়ে জরুরি।”
বিশেষজ্ঞদের মতে, সংক্রমণের সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও, ঝুঁকিপূর্ণ সহ-রোগীদের জন্য পরিস্থিতি আবারও বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাই শীতকাল ঘনিয়ে আসার আগে থেকেই সংক্রমণ নিয়ন্ত্রণে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত।
স্বাস্থ্য মন্ত্রকের প্রস্তুতি
স্বাস্থ্য মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, বর্তমানে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, কিন্তু নজরদারি ও প্রস্তুতি জারি রয়েছে। জিনোম সিকোয়েন্সিং ও আইডিএসপি নজরদারি চালিয়ে যাচ্ছে। রাজ্য সরকারগুলিকে সতর্ক করা হয়েছে এবং হাসপাতাল ও ওষুধ সরবরাহ পর্যবেক্ষণও চলেছে।
আরও পড়ুন:- আজকাল অনেকের অল্প বয়সেই চুল পেকে যাচ্ছে কেন? জেনে নিন প্রতিকার