Bangla News Dunia, Pallab : রাজ্য সরকারের তরফে নতুন এক প্রকল্পের সূচনা করা হলো। যার মাধ্যমে রাজ্য সরকার হাসপাতাল অথবা নার্সিংহোমে ভর্তি হলে ৫০০ টাকা প্রদান করবে। বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় আসার পর থেকে একে একে নতুন নতুন প্রকল্পের সূচনা করেছেন। এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, বাংলার বাড়ি প্রভৃতি প্রকল্প। এই প্রকল্পগুলি রাজ্যের সাধারণ মানুষের যথেষ্ট উপকারে এসেছে। এবার রাজ্য সরকারের প্রকল্পের তালিকায় নতুনভাবে যুক্ত হতে চলেছে সামাজিক সুরক্ষা যোজনা। এই যোজনার মাধ্যমে রাজ্য সরকার সাধারণ গণিত পরিবার গুলি হসপিটালে ভর্তি থাকাকালীন ৫০০ টাকা সাহায্য প্রদানের ব্যবধান রয়েছে। এছাড়া ওই প্রকল্পের মাধ্যমে দুর্ঘটনা জনিত কারণে মৃত্যু ঘটলে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাওয়া যায়।
নিচে প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো। আগ্রহী ব্যক্তিরা প্রতিবেদনটি বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।
বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা:
সাধারণ জনগণের জন্য রাজ্য সরকার বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার ব্যবস্থা করেছেন, এই যোজনার মাধ্যমে প্রত্যেক মাসে গ্রাহকের অ্যাকাউন্টে ৫৫ টাকা করে জমা করে সরকার। এরপর সেই গ্রাহকের বয়স ৬০ বছর হলে, চক্রবৃদ্ধি সুদের হারে মোট যত টাকা সঞ্চিত হবে সবটা উপভোক্তার হাতে তুলে দেওয়া হয়। এই প্রকল্পের অধীনে এককালীন সর্বোচ্চ আড়াই লক্ষ টাকা পাওয়া যায় বলে খবর। রাজ্য সরকারের এই স্কিমের মাধ্যমে অসংগঠিত শ্রমিকদের ২ লক্ষ টাকা জীবন বিমা দেওয়ার পাশাপাশি আর্থিক নিরাপত্তাও দেয় সরকার।
এই প্রকল্পের অধীনে শ্রমিকের ৬০ বছরের মধ্যে দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু ঘটলে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাওয়া যায়। এছাড়াও অসুস্থতার কারণে মৃত্যু হলে ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। এই প্রকল্পের মাধ্যমে কোনও নির্মাণ কর্মী যদি হাসপাতালে ভর্তি হন, তাহলে তাঁকে প্রথমে পাঁচ দিন ৫০০ টাকা করে দেওয়া হবে। এরপর রোজ ২০০ টাকা করে বার্ষিক সর্বাধিক ২০,০০০ টাকা দেবে রাজ্য সরকার।
আবেদনের যোগ্যতা:
রাজ্য সরকার দেশের সাধারণ গরিব পরিবার গুলির জন্য যে সামাজিক সুরক্ষা যোজনা সূচনা করেছেন, এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারী কে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পরিচয় পত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড থাকতে হবে। এই প্রকল্পে আবেদন করতে গেলে ইচ্ছুক ব্যক্তির ন্যূনতম বয়স ১৮ বছর থেকে সর্বোচ্চ ৬০ বছরের মধ্যে হতে হবে। পুরুষ, মহিলা উভয় রাজ্য সরকারের এই স্কিমে আবেদন করতে পারেন।