দ্বিগুণ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ? কবে থেকে মিলবে বেশি টাকা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

laxmi

Bangla News Dunia, Pallab : যে সমস্ত মহিলারা লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে যান তাদের জন্য এসেছে বিশাল বড় একটি সুখবর। পশ্চিমবঙ্গের রাজ্যবাসীর জন্য ফের এল সুখবর। বাংলার অন্যতম জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার-এ এবার আসতে চলেছে অর্থসাহায্যের বড়সড় বৃদ্ধি। এক সূত্র মারফত জানা গেছে, খুব শীঘ্রই লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে । কবে থেকে বাড়তে চলেছে টাকা এবং কত টাকা বাড়বে বিস্তারিত জেনে নিন।

আরও পড়ুন : রাজ্যের নতুন পেনশন প্রকল্পে প্রতিমাসে পাবেন ১০০০ টাকা, কিভাবে আবেদন করবেন জেনে নিন

বর্তমানে কত টাকা পান উপভোক্তারা?

এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায়:

  • তপশিলি জাতিভুক্ত (SC/ST) মহিলারা পান ₹1200 করে মাসিক ভাতা।
  • সাধারণ শ্রেণির (General) মহিলারা পান ₹1000 করে মাসে।

নতুন প্রস্তাব: দ্বিগুণ টাকা পাওয়ার সম্ভাবনা

নতুন প্রস্তাব অনুযায়ী ভাতা হতে পারে:

শ্রেণি বর্তমান ভাতা সম্ভাব্য নতুন ভাতা
তপশিলি প্রজাতি ₹1200 ₹1800
সাধারণ প্রজাতি ₹1000 ₹1500

এই অর্থসাহায্য দ্বিগুণের কাছাকাছি বাড়ানো হচ্ছে, যার ফলে লক্ষ লক্ষ মহিলার হাতে বাড়তি টাকা আসবে।

কবে থেকে কার্যকর হতে পারে নতুন ভাতা?

তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষ দিক থেকেই এই বাড়তি ভাতা কার্যকর হতে পারে। যদিও সরকারের পক্ষ থেকে এখনও কোনও সরকারি বিজ্ঞপ্তি বা নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন