Bangla News Dunia, Pallab : পঞ্চদেশীয় সফরের তৃতীয় ধাপে এবার দু’দিনের জন্য আর্জেন্টিনায় (Argentina) গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। শুক্রবার সন্ধ্যায় (স্থানীয় সময়) তিনি বুয়েনস আইরেসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিগত ৫৭ বছরে কোনও ভারতীয় প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সফরে (Bilateral visit) সেদেশে গেলেন। প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন : শাহী ইদগাহ বিবাদ মামলায় বড়সড় ধাক্কা খেল হিন্দু পক্ষ !
এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে (Ezeiza International Airport) পৌঁছানোর পরই মোদিকে আর্জেন্টিনার স্থানীয় রীতি অভ্যর্থনা জানানো হয়। মোদি এক্স হ্যান্ডলের একটি পোস্টে লিখেছেন, ‘আর্জেন্টিনার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুতের উপর আলোকপাত করে বুয়েনস আইরেসে অবতরণ করেছি। আমি প্রেসিডেন্ট জেভিয়ার মিলেইয়ের সঙ্গে দেখা করতে এবং বিস্তারিত আলোচনা করতে আগ্রহী।’
বিদেশমন্ত্রক সূত্রে খবর, প্রতিরক্ষা, কৃষি, খনি, তেল ও গ্যাস, বাণিজ্য এবং বিনিয়োগ সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে ভারত ও আর্জেন্টিনার অংশীদারিত্বকে আরও জোরদার করার জন্য প্রধানমন্ত্রী মোদি সে দেশের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক বিস্তারিত আলোচনা করবেন।
প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আর্জেন্টিনায় গিয়েছিলেন মোদি। তবে সেটি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের কোনও সফর ছিল না। এবারের পঞ্চদেশীয় সফর ঘানা থেকে শুরু করেছেন প্রধানমন্ত্রী। এরপর ত্রিনিদাদ ও টোবাগোতে গিয়েছিলেন তিনি। এবার আর্জেন্টিনা সফরের পর তারপর ব্রাজিলে আয়োজিত ব্রিকস সম্মেলনে যোগ দেবেন তিনি। সফরের শেষ পর্যায়ে নামিবিয়াতে যাবেন মোদি।
আরও পড়ুন : বিজেপি ছেড়ে তৃণমূলের পথে? দেখুন কি বললেন দিলীপ ঘোষ