Bangla News Dunia, বাপ্পাদিত্য:- টাকার অভাব যেন জীবনের নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে অনেকেরই। কিন্তু কিছু নিয়ম, মানসিক অবস্থান ও চেতনার শক্তিকে কাজে লাগিয়ে আপনি নিজেই হয়ে উঠতে পারেন এক ‘মানি ম্যাগনেট’, অর্থাৎ এমন ব্যক্তি যার দিকে অর্থ নিজে থেকেই ছুটে আসে।
মানসিক দৃষ্টিভঙ্গি:
১. নিজের অভাব নয়, প্রাচুর্য নিয়ে চিন্তা করুন। আপনি যা চান, তা যেন আপনার মনে দৃঢ় বিশ্বাসে স্থাপন থাকে।
২. প্রতিদিন ৫ মিনিট ‘আমি ধনী’, ‘অর্থ আমার দিকে আসছে’ – এই ধরণের অ্যাফারমেশন বলুন।
৩. ঈর্ষা, ভয়, সন্দেহ—এগুলো অর্থ প্রবাহের প্রধান শত্রু। সেগুলো পরিত্যাগ করুন।
বিশেষ টোটকা:
রোজ রাতে ঘুমানোর আগে নিজের পার্স বা মানিব্যাগকে ধন্যবাদ জানান, এতে অর্থের কম্পন বাড়ে।
বিজ্ঞান বলছে, মানুষের মনোভাব ও ফোকাসই তার বাস্তবতার রূপ নির্ধারণ করে। যদি আপনি নিজের মস্তিষ্কে ধনী হওয়ার ছাপ তৈরি করতে পারেন এবং সেই অনুযায়ী পরিবেশ গড়ে তুলতে পারেন, তবে অর্থ নিজেই আপনার জীবনকে আকর্ষণ করবে।
আরও পড়ুন:- ফ্রি-এর দিন শেষ! WhatsApp-এ মেসেজ পাঠাতে এবার দিতে হবে টাকা। নতুন নিয়ম জেনে নিন