Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বিগত কয়েক বছরে টেলিকম বাজারে বিপ্লব এনেছে রিলায়েন্স জিও (Reliance Jio). এই সংস্থা বাজারে এমন প্রতিযোগিতা সৃষ্টি করেছে যা নিঃসন্দেহে অন্যান্য টেলিকম কোম্পানিগুলির দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে। জিওর সঙ্গে পাল্লা দিতে এয়ারটেল, ভিআই, বিএসএনএল-এর মতো কোম্পানিগুলিও নিত্যনতুন অফার আনছে। সবমিলিয়ে গ্রাহকদের তো সোনায় সোহাগা। এর মাঝে জিও এমন একটি প্ল্যান এনেছে যেখানে 5000 GB ডেটা একেবারে ফ্রিতে দেওয়া হচ্ছে।
Jio-এর নতুন প্ল্যানে কি কি সুবিধা মিলবে?
মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও মাঝে মধ্যেই গ্রাহকদের বিভিন্ন অফার দিয়ে নানান সুযোগ সুবিধা প্রদান করে থাকে। এখন সব গ্রাহক চান এমন একটা প্ল্যানে রিচার্জ করতে যেখানে একসঙ্গে প্রচুর ডেটা, সঙ্গে ফ্রি কলিং আর অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যায়। তাই একসঙ্গে বিপুল সুবিধা নিয়ে হাজির হলো জিওর নতুন রিচার্জ প্ল্যান। কেবল ৫০০০ জিবি ডেটা নয় তার সঙ্গে ফ্রি কলিং আর OTT-র সুবিধাও মিলবে।
একবার রিচার্জে কী কী সুবিধা পাবেন?
সম্প্রতি রিলায়েন্স জিওর তরফে জানা গিয়েছে যে, মাত্র 2025 টাকায় ভরপুর সব সুবিধা পাওয়া যাচ্ছে। এই প্ল্যানে একবার রিচার্জ করলে পাচ্ছেন 500GB হাই-স্পিড 5Gডেটা, যার মেয়াদ 200 দিন-এর। সঙ্গে পাবেন আনলিমিটেড ভয়েস কলিং, আর প্রতিদিন 100টি করে ফ্রি SMS। এই প্ল্যানে 90 দিনের জন্য পাচ্ছেন JioCinema Premium এবং Disney+ Hotstar সাবস্ক্রিপশন। শুধু কি তাই! Jio Cloud স্টোরেজের অ্যাক্সেসও দেওয়া হচ্ছে এই প্ল্যানে।
আরও পড়ুন:- পশ্চিমবঙ্গের প্রশাসনকে সেকেন্ডের মধ্যে…, কোন হুঁশিয়ারি দিলেন মোদির মন্ত্রী ?
এই প্ল্যানে আপনি যে JioCinema Premium ও Disney+ Hotstar সাবস্ক্রিপশন পাচ্ছেন সেখানে জনপ্রিয় সব সিরিজ, সিনেমা, লাইভ স্পোর্টস দেখতে পাবেন। Jio Cloud স্টোরেজে আপনার পছন্দের ছবি, ভিডিও বা ডকুমেন্টস নিরাপদে রাখতে পারবেন।
জিওর অপর একটি রিচার্জ প্ল্যানের সুবিধা
তবে এই প্ল্যানটি ছাড়াও যারা স্বল্পমূল্যের রিচার্জ প্ল্যান খুঁজছেন, তাদের জন্য আদর্শ হতে পারে জিওর 1029 টাকার প্ল্যানটি। এই প্ল্যানের বৈধতা 84 দিনের। যেখানে প্রতিদিন 2GB করে মোট 168GB ডেটা পাচ্ছেন, আর তার সঙ্গে পাবেন আনলিমিটেড কলিং, প্রতিদিন 100টি করে SMS -ও মিলছে। এছাড়াও, এই প্ল্যানে Amazon Prime Lite সাবস্ক্রিপশন, Jio TV অ্যাক্সেস, এর সঙ্গে 50GB Jio Cloud স্টোরেজ দেওয়া হচ্ছে।
উপসংহার: জিওর নতুন রিচার্জ প্ল্যানে ব্যাপক সুবিধা পেতে দ্রুত রিচার্জ করুন। প্ল্যান সম্পর্কিত আরো তথ্য পেয়ে যাবেন অফিসিয়াল সাইটে। এছাড়াও জিওর বেশ কিছু প্ল্যান রয়েছে যেখানে রিচার্জ করে কলিং, ডেটা-সহ নানান সুবিধা পেতে পারেন।
আরও পড়ুন:- প্রায় দিনই মাথা যন্ত্রণা করছে, শরীরে কিছু বিপজ্জনক রোগ পাকছে? জানুন জরুরি তথ্য