ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, ক’দিন চলবে ? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- চৈত্রে বৃষ্টিকে সঙ্গে নিয়ে ফিরল শীতের শিহরণ। বৃষ্টির সঙ্গে কনকনে ঠান্ডা হাওয়া। গ্রীষ্মের দাবদাহ থেকে খানিক স্বস্তি। শনি ও রবিবার দিনভর বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির পূর্বাভাস। সকাল থেকেই কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা সহ কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হয়েছে।

বিকেলেও বৃষ্টি হতে পারে কলকাতায়। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে।

আরও পড়ুন:- রোগা হওয়ার জনপ্রিয় ওষুধ Mounjaro (মৌনজারো) এবার ভারতে, কত দাম-কত ডোজ নিতে হবে? জেনে নিন

এদিকে, শনিবার সন্ধেয় কলকাতায় আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। তারপরই বিরাট কোহলি বনাম বেঙ্গালুরুর ম্যাচ হওয়ার কথা। ম্যাচের সময়ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির কারণে পারদ অনেকটাই নেমেছে। রবিবারও দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস।

মার্চের শুরুতে যেভাবে পারদ চড়েছিল তার থেকে খানিকটা স্বস্তি মিলেছে রাজ্যবাসীর। আগামী ২৪ মার্চ পর্যন্ত চলবে বৃষ্টিপাত। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও।

উত্তরবঙ্গে বৃষ্টি
উত্তরবঙ্গের প্রতিটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি সহ ৮টি জেলাতেই বৃষ্টি হবে। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে জেলায় জেলায়। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যের উপকূলে। সেই সঙ্গে অক্ষরেখার প্রভাব রয়েছে। যার জেরেই রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সরকারি প্রকল্পের তালিকা। জানুন আবেদন করলে কে কী সুবিধা পাবেন?

আরও পড়ুন:- প্রচন্ড মাথা ব্যথায় ভোগেন? কি খেলে মাথা ব্যথা থেকে মুক্তি পাবেন, জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন